Friday, October 16, 2015

মন জানে

মন জানে
............... ঋষি
=======================================
কেন জানি মন জানে
সব জানে সে  সবুজ মাঠে ফসলের কথা।
শুকিয়ে যাওয়া সময়ের কথা
ধরা খাঁচায় পাখিদের কথা।
খোলা হৃদয়ের নীলের কথা
কেন জানে সে ,কেন বোঝে সে হৃদয়ের কথা।

নিজেকে বলিনি কখনো ভালোবাসি
তাকে বলিনি কখনো ভালোবাসি।
তবু খোলা আকাশে তাকালে আমি দেখি সেই মেয়েটাকে
যে দাঁড়িয়ে আকাশের ওপাড়ে দিনে রাতে।
মুগ্ধ খোলা আকাশ
সে জানে না আমার বারান্দা দিয়ে আকাশ দেখা যায়।
আমি হাত বাড়িয়ে খুঁজি আকাশ নীলে
স্পর্শ মন
সে সব জানে।

কেন জানি মন জানে
সে বলে না কিছু নিজের কথা শুধু শুনে যায় স্তব্ধতা।
পায়ের শব্দ কান পেতে শোনে
হৃদয়ের শব্দ হৃদয় ঘষে শোনে।
কি  পাই সে ,কাকে পাই সে নিজের মাঝে
আমি জানি ,সে  সবি মন জানে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...