Tuesday, October 13, 2015

সময়কে অভিনন্দন

সময়কে অভিনন্দন
................. ঋষি
==========================================
যেখান থেকে জন্ম তৈরী হয়
সেই মাটি চাপা দেওয়া ,শুকনো পাতা ঢাকা কুয়াসা দিনে।
তোকে জড়িয়ে আছি আমি নিজের গভীরে ,
সেই ঝড় ওঠা সময়কে অভিনন্দন
তোকে পাওয়ায়।

নিস্তব্ধ চারিপাশ
শুকনো পাতাগুলো জমা হওয়া মৃতদেহ স্মৃতি।
আর একরাশ অচমকা দমকা হাওয়া
উড়ে যায় ,উড়ে যায়।
কোনো সমীকরণ ছাড়া অনেকটা উপরে সিগারেটের রিং
আর সময় সে যে পুড়ছে বুকে নিকোটিনের প্রেমে।
অনেকটা সেই প্রথম দেখার মুহূর্ত
অনেকটা না বলা কথা।
সারা অস্তিত্ব জুড়ে শিহরণ
তুমুল ঝড়।

যেভাবে মৃত্যু জড়াতে হয় গভীর প্রেমে
নিস্তব্ধ পাতা ঝড়া  মুহুর্তদের ফাঁকে  একটা নীলচে আকাশ।
আকাশ ভরা মেঘ ,মুখভার
সময়ের ফাঁকে জমা নিকোটিনে পোড়া ঠোঁট
আর অনেক বড় একটা স্বপ্ন। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...