Wednesday, October 14, 2015

একসাথে

একসাথে
.............. ঋষি
=================================================
না রে শেষ অবধি তোকে বলা গেল না
শুধু তোর সেই লাল ,কালো টিপটা আঠার মতন আটকে আকাশে।
হাজারো নীলের মাঝে তোর সিগারেট ঠোঁটটা
একটু পোড়াতে ইচ্ছে হলো।
তোর মতন আমার হাত আঁকড়ে  পাশে চলায়
একসাথে।

কিছুটা মুহুর্তের চাবিকাঠি এই জীবনে
কিছুটা সময় বেশ ছিল সাদা,কালো ক্যানভাসে।
যখন তোর রাতজাগা চোখে ব্যাথাদের ভিড়
তখন ঠিক তখন আকাশের চাঁদে মুখ ঢাকা বিষন্নতা।
যখন তোর পথ চলায় আশাদের ভিড়
তখন হৃদয়ের সূর্যের প্রথম প্রনাম।
প্রেম কি শুধু তবে
লিখে রাখা ডায়রির শুকনো কোনো মুহূর্ত।
না কি পাশে থাকা
ঠিক যেমন মুহূর্তরা জড়াজড়ি বিছানার চাদর।
আর আকাশের চাঁদ ভিজে জ্যোত্স্নায়
একসাথে।

না রে শেষ অবধি তোকে বলা গেল না
শুধু তোর লাল কালো টিপটা চুরি হয়ে এখন আমার ডায়রিতে।
অনেকটা জায়গা জুড়ে আছে
আরো অনেক জায়গা আছে ,বিশাল আকাশের মতন কিছু।
 আর আকাশ থেকে বৃষ্টি
একসাথে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...