Friday, October 2, 2015

বনলতা মানে বনলতা

বনলতা মানে বনলতা
............... ঋষি
===============================================
বনলতা মানে বনলতা
সেন মানে সেই বনলতা সেন।
চুল তার কবেকার কি করে বুঝলি সে বনলতা সেন
আমার ইনবক্সে জমতে থাকা অন্ধকার চোখকে।
কি করে জানলি
যে বনলতা সেন।

এ জন্মে আর দেখা হবে না বনলতা সেনের সাথে
পাশে ফ্লাটে যে মেয়েটা থাকে,
তাকেই মনে করি বনলতা।
সামনা সামনি মুখোমুখি কোনো রেস্টুরেন্টে বসা হবে না কোনদিন
কফির কাপে ঠোঁট  লেখা হবে না কাঁচের গায়ে।
শ্রাবস্তীর কারুকর্য মাখা মাতাল করা চোখে
প্রেম খোঁজা হবে না।
বরং অন্ধকার লিফটে খুঁজে নেব তোর গায়ের গন্ধ
জিরো টু লাস্ট ,,তারপর আবার জিরো।
আসলে না পেলে আলো জ্বলে না বনলতা
আর জিরো থেকে আর ফিগার খোঁজা যায় না

বনলতা মানে বনলতা
খুঁজতে যেতে হবে না সিংহল সমুদ্র হয়ে মালয় সাগরে।
বরং সমুদ্র ধরে দুদন্ড একলা  বসি
বানিয়ে নি বনলতা ভিজে বালিতে স্বপ্নের মতন।
ঢেউ আসুক ভেঙ্গে যাক স্বপ্ন বনলতা সেন
আবার না বনলতা বইতে ছাপানো থাকুক।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...