Thursday, October 8, 2015

কাদের পতাকা

কাদের পতাকা
.............. ঋষি
=============================================

ক্ষীণ পার্থক্য পতাকা ও অন্তর্বাসে
পুলিশ ফাঁড়ির মিসিং স্কোয়ার্ডে  দাঁড়িয়ে আছি।
এই মাত্র হারিয়ে যাওয়া মানবিকতাকে খুঁজতে এসেছি
হারিয়ে গেছে সভ্যতা।
পায়ের তলার মাটিতে ঘুন ধরা মনুষত্ব
অবাক হচ্ছি পুলিশের ভেকে পার্টির পতাকা দেখে।

কোন পার্টি
বাংলা ,ইংরাজি ,ফরাসী ,জীবিত ,মৃত ,,,,কোন পার্টি আপনারা।
আমরা মানুষ পার্টি
যাদের স্ত্রী ,মেয়ে অবকাশে  লাঞ্চিত হয় সমাজের কাছে।
যাদের বাড়িতে যে কোনো সময় বোমা পড়তে পারে অবহেলে
যাদের জীবিত থাকা মানে অন্য পার্টির চাপ।
যারা হাঁটার জন্য কর পরিশোধ করে হেঁটে বেড়ায়।
যাদের ভোটার তালিকায় লেখা থাকে নেমকহারাম নাম।
এটা কি হচ্ছে
কি হচ্ছে এটা ?
প্লিস মাথা গরম করবেন না
আপনাকে তো বাঁচতে হবে।

ক্ষীণ পার্থক্য পতাকা ও অন্তর্বাসে
লোমকূপে জমতে থাকা বিরক্তিকর শেউলার দেশে।
মানবিকতা হারানো তো পাপ না ,পাপ হলো বাঁচার রক্তে
পাপ হলো সমাজ ,মুক্তি , রাষ্ট্র ,দেশ বলাতে।
যে দেশে বাস করা মানুষগুলো নিজের হলো না
তাদের আবার পতাকা।
.
(এই কবিতা নিতান্ত আমার ভাবনার প্রতিফলন  ,দয়া করে কেউ আহত হবেন না )

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...