Sunday, October 11, 2015

সেই মেয়েটা

সেই মেয়েটা
................. ঋষি
====================================================
নৈহাটি ষ্টেশনে সেই মেয়েটাকে দেখলাম
চোখের কালি থেকে হৃদয়ের কালি।
দূর থেকে আরো দূরে দেখা
সেই মেয়েটাকে
যে পালাচ্ছে জীবন থেকে অনেক দূর।

শরীর জোড়া শুধু মেয়েলি আভাস
বুকে লোকানো অজস্র সিগারেটের লাল আভা।
পুড়ে যাচ্ছে সময়
এই অসময়।
কোথাও কোনো পালানো জীবনে খুঁজতে চাওয়া স্বপ্নগুলো
সেই টুকরো টুকরো ফ্রেমে বাঁধানো মুহূর্ত।
স্বামী ,সংসার ,কোল আলো করা সন্তান ,একটা জীবন ঠিক কেটে যাওয়া
কেটে তো যায় সময়।
যেমন আজ কাটে মেয়ে তোর ভিতরে জ্বলন্ত ইন্দ্রপ্রস্থ
আর তুই সেই স্বপ্ন পরীর শরীর শুধু।

নৈহাটি ষ্টেশনে দাঁড়িয়ে আমি একটা সমাজ দেখতে পাচ্ছি
একটা ক্ষয়ে পরা ব্যবস্থা মানবিকতাকে পশ্চাত দেখিয়ে।
একটা পুরুষ তান্ত্রিক দেশ যেখানে মেয়েরা শরীর
যেমন সেই মেয়েতে
যে আজও মনের গভীরে নৈহাটি ষ্টেশনের প্লাটফর্মে একলা। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...