Wednesday, October 7, 2015

তোকে মৃত্যু বলে ডাকি

তোকে মৃত্যু বলে ডাকি
.................. ঋষি
================================================
তোকে সুন্দরী বললে ভুল হবে
আমার মনে হয় তোকে ভয় পাওয়া উচিত।
কি মারাত্নক চোখ
জোড়া ভ্রুর আড়ালে যেন কোনো গভীর সাগর।
তোকে মারাত্নক বললে ভুল হবে
বরং তোকে মৃত্যু বলে ডাকি।

মৃত্যু ,মৃত্যু ,মৃত্যু
শালীন সিলসিলার আড়ালে পরিছন্ন আগামী।
এগিয়ে আসা আগামীকে সাথে আমার মৃত্যু কালীন সংলাপ
সময় বদলে যায় মুহুর্তদের সাথে।
আর মুহূর্তরা  চোরা  হৃদয়ের সাজানো ঝাঁড়বাতি
প্রতি সন্ধ্যেতে জ্বলে।
যেমন হৃদয় জ্বলে
একলা বালিশে নোনা রঙের স্বপ্নে।
একলা কোথাও আলসে মোড়া যত্নে
যদি এমন হয়
যদি বদলায়।

তোকে সুন্দরী বললে ভুল হবে
আমার মনে হয় তুই দাপুটে কালবৈশাখী।
কি মারাত্নক রঙ
উড়িয়ে নিয়ে যায় কোনো গভীর ভ্রমে সময়ের সাথে।
তোকে মারাত্নক বললে ভুল হবে
তোকে বরং মৃত্যু বলে ডাকি। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...