Thursday, October 8, 2015

কবির মৃত্যু হলে


কবির মৃত্যু হলে 
....................... ঋষি 
=================================================
কবির মৃত্যু হলে 
শ্মশানে পুড়িয়ে না তাকে ,গোড় দিও না তাকে। 
কবি তো মৃত্যতে বাঁচতে চায় 
নিস্তব্ধ একাকিত্বে 
তাকে মৃত্যতে মিশিয়ে দিও। 

সামনে দিয়ে চলে যাওয়া বিশাল জনকলোরবে 
কবি ঘুমিয়ে থাকে স্পর্শ নিয়ে। 
বাঁধানো ফুটপাথ ,জমানো যন্ত্রণা ,হাজারো  কল্পনা নিয়ে 
কবি মিশে মানুষের সাজে। 
যে বারুদে আগুন জ্বলে না ,যে রক্তে আগুন লাগে না 
তাকে প্রতিবাদ দেও। 
কবি চাই সে যেন জীবিত থাকে মানুষের মাঝে 
মানুষের যন্ত্রনায়। 
মানুষের হেরে যাওয়া রক্তে 
মনুষত্বে।
ভিখিরীর মতন 
তাকে একটু শান্তি দেও। 

কবির  মৃত্যু হলে 
প্রয়োজন নেই কোনো জনতার কলরব ,শান্ত থাকুক সময়। 
বুকের বারুদে চকমকি ঘষে 
নিস্তব্ধে পুড়িয়ো তাকে 
কিংবা গোড়  মনের গভীরে মনের মুক্তিতে। 
 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...