Saturday, October 10, 2015

একটু বেঁচে থাকা

একটু বেঁচে থাকা
,,,,,,,,,,,,,,,, ঋষি
===========================================
নিশ্চিন্ত মৃত্যু তুই
বুলেটের গায়ে লেখা তোর নাম।
বুলসাই  চোখ
আরো গভীরে রাখা এক অজানা    স্বপ্ন।
মিলে মিশে মাইল খানেক নিস্তব্ধ দুপুর
চুপচাপ রাস্তা আর আমি।

হাজারো শব্দের মাঝে একটা শব্দ সেই পুলিশ ক্যাম্পে শোনা
ফায়ার।
তরবর করে উড়তে থাকে পায়রাগুলো এদিক ওদিক
নিস্তব্ধতা ভেঙ্গে খান খান
তুই ছুটে এলি বুকে।
সোজা আমার হৃদয়ে একটা বুলেট
মৃত্যুর তরল পরশ।
তোর চোখ
আবার নিস্তব্ধ নিজের ভিতর একটা একটা মুহূর্ত
আমার কাছে তুই।

নিশ্চিন্ত মৃত্যু তুই
তোর হাত ধরে পুরনো বাড়ির হৃদয়ে পায়রার বাকুম বাকুম।
সময় থামতে চাই না
আরো গভীরে মিশে থাকা স্পর্শ আমার বুকে।
আকাশ  থেকে নেমে আসা  পবিত্র ঈশ্বরের স্পর্শ
একটু বেঁচে থাকা তুই। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...