Friday, October 30, 2015

কাল সকাল


কাল সকাল
.............. ঋষি
================================================
কি বলবো,কাকে বলবো
যেখানে সবাই আমরা রাজা ,সবাই আমরা বাবা। 
যা হচ্ছে হোক ,যেমন খুশি 
দিন কাটছে ,শুধু কাটছে দিন প্রতিদিন। 
যার যাচ্ছে যাক ,যতই যন্ত্রণা থাক 
গড়াক  চোখের জল মুক পশুর মতন। 

সকাল থেকে ক্লাবের মাঠে জমায়েত 
বক্তৃতা চলছে ,কানের পর্দা খুলে হাওয়া আসার কথা ,
কিন্তু যন্ত্রণা আসছে। 
আমরা কথা দিচ্ছি রাস্তা তৈরী হবে ,মা বোনের সম্মান হবে 
শিক্ষা আসবে ,হাসপাতাল হবে ,হবে জীবিত সবাই। 
আগের সাম্রাজ্য ছিল হিটলারের 
এবার আমাদের আনুন আমরা সকলে সাধু। 
প্রশ্ন অনেক উত্তর একটা 
আর কথা সেতো সকলে দেয় প্রেমিক প্রেমিকাকে ,জীবন মৃত্যুকে ,
মানুষ আত্মাকে। 
কিন্তু রাখে কজন
সকলেই রাজা আমরা নিজেদের কাছে ,
আর প্রজা আমাদের বেঁচে থাকা মুখোশগুলো। 

কি বলবো ,কাকে বলবো
পুরো একটা দেশ জুড়ে ,সকলের অস্তিত্ব রাবনের সাম্রাজ্য। 
সকলে মাংসাসী এখানে ,কেউ শেখায় না বেঁচে থাকার মানে 
তবে শেখে সকলে বাঁচার জন্য ,মারো বাঁচো।
না হলে দৌড় ,চাচা আপন প্রাণ বাঁচা 
আরে আজ বাঁচলে ,তবে না কাল সকাল। 
 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...