Saturday, October 31, 2015

মৃত্যুর অপেক্ষা

মৃত্যুর অপেক্ষা
..................... ঋষি
====================================================
অপেক্ষা আর অপেক্ষা
সম্মুখীন অন্তর দরবারে জলতরঙ্গের নিপুন তাল।
সুর ভাঙ্গে ,সুর জোড়া লাগে
মৃত্যুর চোখে চোখ রেখে বলা।
তোকে খুঁড়তে চাই আরো গভীরে কোথাও
যে দেখা কেউ  দেখে নি কখনো।

এত কিছু চাওয়া ,পাওয়া
জুড়ে থাকা খুপরিতে পায়রাদের বাকুম বাকুম।
মৃত্যু তুই অস্ত্র চালনায় নিপুণা ,ঢাল ,তলোয়ার সজ্জিত
তোর চোখে আগুন।
ছিঁড়ে ফেল আকাশের বুক নিপুন গভীরতায়
কষ্টগুলো উবড়ে ফেল টুকরো টুকরো মেঘের মতন।
যাতে বৃষ্টি না আসে
যাতে জীবন না ভাসে।
সমস্ত অবয়ন জুড়ে গড়িয়ে নামুক ঘাম
জীবিত আমি বেঁচে আছি
মৃত্যু তোর নাম।

অপেক্ষা আর অপেক্ষা
পূর্নিমার চাঁদ ছুঁয়ে কালো মেঘের তরীতে হালকা আভা।
তোর টোল পরা গালে মিষ্টিগুলো শুধু জ্যোত্স্নার মতন
স্পর্শে ছুঁয়ে যায়।
হৃদয় খুঁড়তে চাই গভীরতায় জাল ফেলে
কিছু কষ্ট মৃত্যু আমার উপহার। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...