Friday, October 9, 2015

আজকাল কবিতারা

আজকাল কবিতারা ................... ঋষি ============================================= আজকাল বোধ হয় কবিতারা ভাবনায় থাকে চৌরঙ্গী ফ্রেমে সুন্দর লাগে দূর থেকে টাঙানো দেখতে। তাদের বাস্তবে আসতে নেই ,তাদের হৃদয়ে আসতে নেই শুধু পুড়তে হয় রৌদ্রে পরে থাকা বাসি লাশের মতন। চারিদিকে ভনভনে মাছি আসলে আজকাল বাজারে কবিতার বিক্রি নেই। আসলে কি জানিস আজকাল সত্যি স্পর্শ বলতে নেই। সিঁদুরে মেঘে পুড়ে যাওয়া স্বপ্নদের কিছুতেই আজকাল মুক্ত করতে নেই। লুকিয়ে থাকতে হয় চারদেওয়ালে মাংসের খামে আগত আগামী না কিছুতেই না সেই খামে স্বপ্ন ভরতে নেই। সত্যি বলতে নেই বলতে নেই ভালোবাসি ,তোকে পেতে চাই। বলতে নেই হাত ধর এই হাজারো মানুষের ভিড়ে তোকে একলা দেখতে চাই। আজকাল বোধ হয় কবিতারা ভাবনায় থাকে আর হৃদয় থাকে কনক্রিট শহরের ইট ,কাঠ ,পাথরে। এখানে বৃষ্টি হয় ,শহর ভাসে ,এক হাঁটু জল কারো তৃষ্ণা নেই। তৃষ্ণা শুধু বেঁচে থাকা ,তৃষ্ণা আয়নায় মুখ দেখা লুকিয়ে কাঁদা অন্ধকার ভিজে বালিশ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...