Monday, October 12, 2015

একটু বাঁচা

একটু বাঁচা
............... ঋষি
=============================================
সাজানো ফ্লাওয়ার ভাসে কিছু মুহূর্ত
তোর চোখের কাজলে রাখা কিছু উত্তর।
তোর সিগারেট ঠোঁটে রাখা একটা পোড়া স্পর্শ
কেমন একটা হালকা ছোঁয়া
এই বিকেবেলা এক আদুলে পাগলাটে পরশ।

যেই তুই ঠোঁট রাখলি মাটির গরম কাপে
আমার বুকে ছ্যাক।
যেই তুই হাসলি আদুরে হওয়ার মতন
আমার দমবন্ধ।
তবুও দেখছিলাম জীবন কেমন করে বাঁচে মুহুর্তের পথে
তবুও ভাবছিলাম জীবন কেমন কাঁদে তোর চলে যাওয়ায়।
জন্ম মৃত্যু পার
এক রণহুঙ্কার।
মা আসছে এই বুকে
আমার  বুকের উপর পা আর আমি জটাধারী নীলকন্ঠ।

সাজানো কবিতার স্তবকের মতন পরম প্রিয় তুই
সাজানো শহরের সড়কের মতন একলা পাওয়া তুই।
এক চিলতে নিকোটিনে পোড়া হালকা আগুন তুই
কেমন একটা আনছান ভাব
একটু ভালোলাগা জড়িয়ে জীবনে বাঁচা তুই। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...