Tuesday, October 6, 2015

নতুন দিন

নতুন দিন
.................... ঋষি
===============================================
এই যে সদ্য ঘুম ভেঙ্গে দেখলাম
আমার দরজায় জন্ম হলো নতুন গোলাপের।
এমনি জন্ম হয় প্রতিদিন
সদ্য জাত  ফুল কত অজস্র শহরে ,অজস্র গলিতে ,অজস্র হৃদয়ে।
তাদের সকলকে সুপ্রভাত বলি
শুরু হোক একটা নতুন দিন।

সেই শিশুটা যার হাতে  লেগে থাকে কারখানার কালি
সেই মহিলা যে দৈনন্দিন নিপীড়িত নিজের সম্পর্কের কাছে।
সেই অশিক্ষা যার ধারালো ছোড়া  সোজা ঢুকে যায় নিজের তলপেটে
গড়িয়ে নামে রক্তের বন্যা সমাজের নামে।
সেই শরীর যা প্রতিনিহত ক্ষরণ হয় সমাজের অবহেলে
যার যোনিতে জন্ম অনাহারে প্রেম।
তাদের সকলকে  এগিয়ে দি আমার হৃদয়ের গোলাপের ফুল
কিছুটা জীবন ,কিছুটা আলো।
সম্ভব নয় ,,সত্যি কি তাই
আমরা সবাই।
সকালের ঘুমভাঙ্গা কুয়াসার প্রেম পড়ি না
কিংবা কখনো কাঁদি না নিজেকে নিংড়ে।

এই যে সদ্য ঘুম ভেঙ্গে বারান্দায় দাঁড়িয়ে দেখি
নিজে রাস্তার কলে।
জলের লাইন ,,মানুষের মতন কিছু পাত্র দাঁড়িয়ে অপেক্ষায়
সেই অপেক্ষাগুলোকে  আমার আন্তরিক অভিনন্দন।
সময় আসছে ,,আর নয়
সকালের সাথে শুরু করি একটা নতুন দিন। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...