Saturday, October 3, 2015

শেষ বলে কিছু নেই

শেষ বলে কিছু নেই
............... ঋষি
=============================================
শেষ কথা বলতে নেই
নদীর মতন চলতে থাকা সময়ের ধারে।
বড় জনপদ ,বড় বড় কথা ,বেঁচে থাকা
এখানে শেষ বলে কিছু হয় না।
বরং শেষ হলো শুরুর নামতা
যেটা স্বয়ংক্রিয় বাঁচার তাগিদে হ্যাপী জার্নি।

বারণ ছিল না কথা বলা
বরং হাতের মুঠো ফোন ছিল চব্বিশ ঘন্টা হুশিয়ার।
চলমান আঙ্গুলের ফাঁকে ছিল অভিমান
তাই কথা বলা হলো না।
ব্যাপারটা অমিমাংসিত গেট ওয়ে রয়ে গেল
সময়ের উপদ্রবে সব কিছু স্বাবাভিক
একমাত্র তুমি ছাড়া।

তুমি ,চলন্তিকা ,,,নদীর সাথে ভাব তোমার এত
শেষ হওয়া  কবিতার মতন মোহনায়  মেশো।
আসলে শেষ বলে কিছু নেই
নিরুত্তাপ কথাদের সেঁকে চলা তোমার বুকে সময়ের মাইলস্টোন।
স্টপেজের দূরত্বের মত আমার হলুদ চাহুনিতে জংলি চিতা
ছিঁড়ে খুঁড়ে দেখতে চাই
ঠিক  সময় অসময়ে প্রশস্ত তোমার বুকটাকে।

আগুন জ্বলে না ! কেন
চলন্তিকা।
তোমার চলার পথে মিষ্টি জলে বাস করে নাগরিক জীবন
না শেষ হওয়া সম্পর্কের মতন তোমার কড়িকাঠে।
আজও জেগে থাকে আমার চোখ
কখনো ,একমুহূর্ত আমি শেষ হয় নি ! চলন্তিকা। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...