Thursday, October 1, 2015

রাম নাম সত্য হ্যা

রাম নাম সত্য হ্যা
................... ঋষি
==========================================

আগুন ,আগুন ,আগুন
দাহ্য ছাড়া জ্বলবে কি করে অন্তরে জ্বালাপোড়া।
লুকিয়ে ছাড়া চলবে  কি করে
জীবনের  পথ চলা।
কি যেন বলে বেশ
রাম না সত্য হ্যা ,রাম নাম সত্য হ্যা।

সদ্য শোনা কানের ভিতর
ঝড়ের ঝাঁড়বাতি, লুফোলুফি হাওয়া।
শুয়ে আছে শরীরটা
চেতনার কর্পরেসানে রোজকার খিস্তিখেওর।
জীবনের কাছে চাওয়া
বেঁচে আছি আজকে আমি।
শরীরে খাঁজে জ্বালা
আর পাওয়া
সে তো স্পর্শ জীবন বেঁচে ফেরা।

শান্তি ,শান্তি ,শান্তি
শান্তির নামে  শহর জুড়ে লুকোনো কারসাজি।
সবাই নষ্ট  প্রতিবাদ আর
ঘোড়দৌড়ের  বাজি।
জীবন হলো লুকিয়ে রাখা
মৃত্যু নিমরাজি। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...