Monday, October 12, 2015

আলোর পৃথিবী

আমার সকল বন্ধুকে পিতৃ পক্ষের সমাপ্তিতে মাতৃপক্ষের শুভেচ্ছা,,শুভ মহালয়া
=====================================================
আলোর পৃথিবী
............. ঋষি
===================================================
কোন শব্দে লিখবো তোমায় মা
আমি ভাষা জানি না ,জানি না পড়াশুনা মা।
যখন  ওই চৌধুরী বাড়ির ঢাক বাজে
তখন বুঝি তুমি আসছো।
যখন দেখি মাঠের পাশে পুকুর ভরা কাশ ফুল
তখন বুঝি তুমি আসছো।

পা বাড়িয়ে আছি মা গো
পা সরিয়ে আছি তোমাদের থেকে দূরে।
আরো দুরে আমরাও আছি মা
যেখানে খিদে বাঁচে পিতৃ পক্ষের তর্পনের মতন।
যেখানে দারিদ্রতা বাঁচে মাত্রি পক্ষের আগমনের মতন
যেখানে অশিক্ষা ,কুসংস্কার ,জাতিভেদ দৈনন্দিন উত্সব আমাদের।
কোন শব্দে লিখবো মা এই সব
তুমি আসছো আমরা জেনে গেছি।
সরে এসেছি তাই আরো দুরে তোমার আলোর থেকে ,তোমার উত্সবের থেকে
আমরা যে অযোগ্য মা। আমরা সমাজের অনেক নিচে।
আমরা মানুষের ভেকে তোমাদের কাছে অমানুষ।
উত্সব আমাদের খিদে আর খিদে আমাদের বেঁচে থাকা ।

কোন শব্দে  লিখবো তোমায় মা
তোমার আগমনী শুনেছি সকালে  চৌধুরী বাড়ির রেডিও সেটে বাজছিল।
বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন
বুঝেছি তুমি আসছো প্রতিবছরের মতন।
আবার চলে যাবে যেমন সময় কেটে যায়
কিন্তু মা আমরা কি কোনদিনি দেখবো না আলোর পৃথিবী।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...