Saturday, October 3, 2015

এক একদিন

এক একদিন
............. ঋষি
============================================
এলোমেলো কিছু লুকোনো বিকেলে
এক একদিন ভিজে যায় পুরনো ডায়রির পাতাগুলো।
এক একদিন মেঘলা করে বৃষ্টি নামে
যখন তখন মনে একই  কথা।
বৃষ্টি আসছে
একটু ভিজি।

এক একদিন আকাশের চাঁদ ঝুলে পরে ক্লান্ত শহরের বুকে
এক একদিন কাগজের কালি রঙিন হয় তোর নামে।
এক একদিন তুই দাঁড়িয়ে থাকিস একলা উঠোনে
তখন বৃষ্টি নামে।
তোর লালচে আভা গালে
তোর কাজল লেপ্টে জল ,,চোখের ভিজে পাতা ,
আমার সব রক্ত জল।
এক একদিন নিঝুম রোদ খোলা অফিস পাড়ায়
এক একদিন  ভাঙ্গা  মিছিলে শোরগোল
পুজো দরগায়।

এলোমেলো কিছু লুকোনো দুপুরে
এক একদিন খোলা জানলা বেয়ে আকাশের রোদ।
ভাঙ্গা মেঘ ছুঁয়ে সহ্য করা তোকে
আদুরে তোর ,,,,লিপস্টিক দেওয়া ঠোঁট।
মুছে যাচ্ছে
এক একদিন যেমন কেটে যায়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...