Sunday, November 1, 2015

চুপ শুনছি

চুপ শুনছি
.............. ঋষি
====================================
ছোটো  ছোটো  ছবিগুলো জুড়ে
একটা অবয়ব আসে।
মুখে অনন্ত সেই হাসি একটা মলিনতা রাখা
চোখের তলায় কালিতে রাখা অব্যক্ত কিছু কথা।
চুপ একদম
আমি শুনছি ,,আমি পেয়ে যাচ্ছি তোকে।

এই তো অবাক কান্ড
জানলার কাঁচ বেয়ে বাইরের পৃথিবীর চিত্কার।
কান বন্ধ ,দম বন্ধ
একটু  একলা তোকে পেতে চাই।
আলাদিনের মাদুরের উপরে ভাসতে ভাসতে
আসমুদ্র হিমালয়ে  অদ্ভূত স্পৃহা।
আটকে  যায় বুকের ভিতর যারা ক্যানভাসে তুই
হাসি মুখ ,না বলা কথারা।
শুনতে  চাই সত্যি সত্যি  সমস্ত অবয়বে
স্পন্দন শুনতে পাচ্ছি
চুপ।

ছোটো ছোটো  ছবিগুলো জুড়ে ছেলেবেলার খেলাঘর
প্লাস্টিকের বন্দুক ,মাটির পুতুল ,লাটাই, ঘুড়ি সব আছে।
কিছু স্বপ্ন বুকের ভিতর নিদ্রায় আছে
সময় পেরিয়ে আজ আলাদিনের মাদুরে।
স্বপ্নদের ভিড় ,তোর  মুখ হাসি
কিছু বলছে চুপি চুপি আমাতে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...