অন্য মানুষ
.......... ঋষি
===============================================
আবার পুজো আসছে চলন্তিকা
আকাশে বাতাসে পুঞ্জ পুঞ্জ মেঘ ,কাশফুল ,উৎসব সকাল।
এখন শুধু অপেক্ষা শহরের ধুলোতে ,বাড়তে থাকা কালিতে
অপেক্ষা অনেকটা ভালো থাকার।
মানুষের বড় উৎসবের লোভ
লোভ হাসবার ,লোভ বড় উদযাপনের কটা দিন আত্মীয়ের সাথে
কারণ মানুষের কোথাও ছুঁয়ে আছে অন্য মানুষ।
মনে আছে তোমার এরকম এক অপেক্ষার দিনে
এক স্তব্ধ দুপুরবেলা- চিলে কোঠার ছাদে তুমি প্রথম ঠোঁট স্পর্শ করেছিলে।
আমি চমকে উঠেছিলাম
মনের রাস্তা দিয়ে তখন একঘেঁয়ে ডাক হেঁকে চলে যাচ্ছিল কাগজের ফেরিওয়ালা।
মাটির উপর বিছিয়ে দিয়ে সবুজ শীতলপাটি,
আমেজ সুখে, কলম মুখে,আনমনে একলাটি-- চিঠি লিখতাম রোজ।
সাদা পাতা জুড়ে শব্দেরা শুধু স্পর্শ করতো তোমায়
কত কথা ,সামনে পুজো তুমি আসছো ,তোমার সাথে প্যান্ডেল ঘোরা।
ফুচকা ,চকোলেট মাখামাখি তোমার স্পর্শ
একসাথে সপ্তমী ,অষ্টমী আরো কত উদযাপন।
আস্তে আস্তে দীর্ঘ হতো চিঠি ,শব্দেরা সব হৃদয় ছাড়িয়ে কখন যেন স্বপ্ন
সেই চিলে কোঠার ছাদ ছুঁয়ে আজ কেন যেন বিকেলবেলার মায়া।
চিঠি লেখা শেষে,আড়মোড়া ভেঙে,স্তব্ধ কিছুক্ষন
তুমি আসো নি সে বছর ,আর কোনোদিন ,আর কোনো পুজোয়।
আবার পুজো আসছে চলন্তিকা
কিন্তু তুমি যে কবে আসবে ,কবে যে স্পর্শ করবে আমায়।
আমার উৎসবের দিনে আবার ফুটে উৎসবে নতুন কোনো স্বর্গের ফুল
সেই ফুলে পুজো হবে দেবীর ,প্যান্ডেলে প্যান্ডেলে ঢাকের শব্দে।
আর আমার শব্দরা এই শহরের ধুলোতে সেদিন মিশে যাবে
আর কবিতা না ,শুধু তোমার মাঝে
উৎসবের ছোঁয়ায় সেদিন তবে আমিও অন্য মানুষ।
.......... ঋষি
===============================================
আবার পুজো আসছে চলন্তিকা
আকাশে বাতাসে পুঞ্জ পুঞ্জ মেঘ ,কাশফুল ,উৎসব সকাল।
এখন শুধু অপেক্ষা শহরের ধুলোতে ,বাড়তে থাকা কালিতে
অপেক্ষা অনেকটা ভালো থাকার।
মানুষের বড় উৎসবের লোভ
লোভ হাসবার ,লোভ বড় উদযাপনের কটা দিন আত্মীয়ের সাথে
কারণ মানুষের কোথাও ছুঁয়ে আছে অন্য মানুষ।
মনে আছে তোমার এরকম এক অপেক্ষার দিনে
এক স্তব্ধ দুপুরবেলা- চিলে কোঠার ছাদে তুমি প্রথম ঠোঁট স্পর্শ করেছিলে।
আমি চমকে উঠেছিলাম
মনের রাস্তা দিয়ে তখন একঘেঁয়ে ডাক হেঁকে চলে যাচ্ছিল কাগজের ফেরিওয়ালা।
মাটির উপর বিছিয়ে দিয়ে সবুজ শীতলপাটি,
আমেজ সুখে, কলম মুখে,আনমনে একলাটি-- চিঠি লিখতাম রোজ।
সাদা পাতা জুড়ে শব্দেরা শুধু স্পর্শ করতো তোমায়
কত কথা ,সামনে পুজো তুমি আসছো ,তোমার সাথে প্যান্ডেল ঘোরা।
ফুচকা ,চকোলেট মাখামাখি তোমার স্পর্শ
একসাথে সপ্তমী ,অষ্টমী আরো কত উদযাপন।
আস্তে আস্তে দীর্ঘ হতো চিঠি ,শব্দেরা সব হৃদয় ছাড়িয়ে কখন যেন স্বপ্ন
সেই চিলে কোঠার ছাদ ছুঁয়ে আজ কেন যেন বিকেলবেলার মায়া।
চিঠি লেখা শেষে,আড়মোড়া ভেঙে,স্তব্ধ কিছুক্ষন
তুমি আসো নি সে বছর ,আর কোনোদিন ,আর কোনো পুজোয়।
আবার পুজো আসছে চলন্তিকা
কিন্তু তুমি যে কবে আসবে ,কবে যে স্পর্শ করবে আমায়।
আমার উৎসবের দিনে আবার ফুটে উৎসবে নতুন কোনো স্বর্গের ফুল
সেই ফুলে পুজো হবে দেবীর ,প্যান্ডেলে প্যান্ডেলে ঢাকের শব্দে।
আর আমার শব্দরা এই শহরের ধুলোতে সেদিন মিশে যাবে
আর কবিতা না ,শুধু তোমার মাঝে
উৎসবের ছোঁয়ায় সেদিন তবে আমিও অন্য মানুষ।
No comments:
Post a Comment