Wednesday, July 5, 2017

ভাসতে ভাসতে স্বপ্নের ডিঙিতে, ঠিকানা বৃষ্টির জলে ,নিরাপত্তার খোঁজ .........


ভাসতে ভাসতে স্বপ্নের ডিঙিতে, ঠিকানা বৃষ্টির জলে ,নিরাপত্তার খোঁজ .........
....... ঋষি
=============================================
কথা ছিল
নিরাপত্তা কোনো আশ্রয়ের পাতায় আজ বৃষ্টির দিন।
সেই কথা
তোমার সাথে মিশে থাকা এক সমুদ্র জল আমার অন্তরের কোলাহল।
আর কথা
অনেকদিন হলো নিরামিষ শরীরে লেগে আছে তোমার এঁটো ঠোঁট।
..
যাক নিভে যাবে যাতনা
তাই কোনো নারী শরীর স্পর্শ করার আগে একবার  পুরুষ ঈশ্বর সেজে এসো।
যাক মুছে যাবে চোখের জল
অন্তত একবার ঈশ্বররুপী পুরুষ তুমি নারীর আকাশে বৃষ্টির আশ্রয় ।
ভিজে যাক
শহরের রাস্তায় ট্যাক্সির  কাঁচে প্রেমিকের আবদার।
ভেজা থাক
সময়ের অদেখা কোনো  বৃষ্টির বিকেলে তোমার হাত ধরে হাঁটা।
আগুন জ্বলুক এই বুকে অপেক্ষা আমার জড়িয়ে নামা  বৃষ্টি ,পরিতৃপ্তি
নোনতা ঠোঁটে লেগে থাকা বিষাক্ত রাত্রি।
যাক তবে এই কবিতা
তোমার উদ্দেশ্যে লেখা পুরুষ নারীদের একটা ঠিকানা দরকার।
যাক তবে কবিতার শব্দ
আমার অজগরের স্তনের পাশে তোমার বিষাক্ত হুল।
.
কথা ছিল
নিরাপত্তা ভাসতে থাকে কচু পাতার ডিঙিতে সবুজের খোঁজ।
সেই  কথা
বাঁশির শব্দে  উত্তাল হৃদয়ে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ ,নিজের কেউ।
আর কথা
আমার পায়ের নিচে কেটে যাওয়া সমাজের কাঁচে ,,শুশ্রষা দরকার। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...