Monday, July 17, 2017

উৎসব ফেরত মানুষের গল্প

উৎসব ফেরত মানুষের গল্প
........ ঋষি
===================================================
অনেক্ষন কথা হয় নি তোমার সাথে
রাত  যেন কোনো উৎসব ফেরত মানুষের ক্লান্তির উপহার।
চোখের অন্ধকার কালিতে লেগে আছে আঁশটে নিশিযাপন
জীবন ছায়ায় বন্দী অসংখ্য চিত্রপট।
একের পর ছায়াছবির মতো সময় বদলায়
আর তোমার চোখের ক্যানভাসে শুধু সাদা কালো রং

রঙিন পৃথিবী থেকে অন্ধকারের দূরত্ব
বয়স মধ্যাহ্নে দাঁড়িয়ে রূপকথার গল্প শুনিয়ে যায়।
হৃদয়ের দরজার ছবিতে  ন্যুব্জ হয়ে আসা আঁচলের শীত পোহানোর অখণ্ড প্রহর
অন্ধকার এই শরীরে এখন অখন্ড অবসর।
যে অবচেতনের ডেসিবেল মাত্রা গড় ভালোবাসাকে ছাপিয়ে গেছে
অথবা যে মানচিত্রে জুম করতে করতে তোমার বাড়ির চৌকাঠ পেরিয়ে তোমাকে ছুঁয়ে।
কাল রাতে ছুঁয়ে গেছে  অন্য কেউ
মেঘমল্লারে ক্রমশ ক্লোস সার্কিটে ভাসছে সেই ছাপ।
জমিয়ে রাখা বালিশ কণাগুলি সেই  কথা জানে
জানে হৃদয়ের ভাঁজে আটকানো ঝাপসা হতে থাকা আমি তোমার থেকে।
পাশ ফিরে দেশলাই কাঠি
আগুন জ্বলছে বুকের ফায়ারপ্লেসে ,ছায়াশরীরে অন্য স্পর্শ।  

অনেক্ষন কথা হয় নি তোমার সাথে
শুধু চুম্বনে তোমার নোনতা ঠোঁটের স্বাদ কোনো রূপকথা এখন।
তুমি এসেছো সমস্ত স্পর্শ ছুঁয়ে এই রাতে
জীবন ছায়াছবির আদলে ছুঁতে পাওয়া তোমার গোলাপি অন্তর্বাসের গন্ধ।
তোমার মতো দিন আর আমার মতো রাত ভারসাম্য লিখে গেছে একটি দূরবর্তী অন্তরালে
আমার চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার ।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...