Sunday, July 16, 2017

ইনবক্স

ইনবক্স
......... ঋষি
=====================================================
যথেষ্ট তুমি
অস্বীকার করতে চাওয়াটা বোকামি।  ঘন দুধের মতো ভালোবাসা ইনবক্সে।
কোনও কোনও তৃপ্তির ভেতর এক বুনো  আঠালো মেঘ তুমি
উড়িয়ে নিয়ে যায় সংযম পাগলাটে হাওয়ায়।
মানুষ সবসময় স্বপ্ন নির্ভর কোনো অতৃপ্ত জ্যোৎস্না
তাই ইনবক্স আলোয় মখমলি বিছানা প্রতি রাতে।

সেই  তুমি
যখন বিছানা বালিশ ছেড়ে পৃথিবীতে উঠে দাঁড়াও
তোমাকে চিনতে পারি না ,বেশ ভালো লাগে রিমেকি ঝকমকে আলগোছে চুমুর শব্দ।
কি দরকার ঠোঁটের লিপস্টিকে আমাকে সত্যি রাঙাবার ?
কোনও কোনও সফট কর্নার  থেকে বন্ধুপ্রীতিও বাড়ে
বাড়ে আনাগোনা খুঁজে  পাওয়া স্বপ্নের চোখ।
তাই ইনবক্স খুলে দেয় জলভরা মেঘের নমুনা
 ল্যাম্পপোস্টের গায়ে পাখি প্রেম, তারের উপর শিহরণ বাঁচতে চাওয়া।
কেউ কেউ আবার হারবার কিংবা হারাবার ভয়ে খুব সহজে বলে দেয়
আমি বন্ধুত্বের সুযোগ নিয়ে - বন্ধুত্ব কে কলুষিত করেতে চেয়েছি।
তবু তুমি এতটুকু অসম্মান করনি আমাকে
ভুল হয়েছে ক্ষমা প্রার্থী।
 হ্যাঁ ভালো বন্ধু হয়েই থাকতে চাই তোমার
 আর কোন দিন তোমার বন্ধুত্ব কে অসম্মান করব না। কথা দিলাম
ইতি। .... .

যথেষ্ট তুমি
অস্বীকার করতে চাওয়াটা অসম্ভব তাই তো ছোট ইনবক্সে এখন দুনিয়ার প্রেম।
নিজেকে গুছিয়ে রাখা ,নিজের আদরের আয়নায় নিজেকে দেখানো
এই সভ্যতার একটা অদ্ভুত ঝোঁক মানুষের।
শুধ তুমি ,,,,,,হে মহান নারী
আমি ক্ষমাপ্রার্থী -- সত্যি বলার । ক্ষমা করে দিও প্লিজ বন্ধু।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...