চড়াই
............ ঋষি
==============================================
প্রকাশ্য দিবালোকে একটা হত্যা ঘটে গেলো
সারি দিয়ে পরে থাকা অন্ধকার স্মৃতির পাশে অন্য কেউ।
আজ ছায়া দরজা বিকেল দাঁড়িয়ে তার শেষ রৌদ্র নিয়ে
এই সভ্যতায় প্রেম লেখা থাকা মমতাজের সমাধিতে পাথরের গায়ে।
আর শরীর
সে তো মাটির তলায় পচা গলা আমরা।
কি যেন বলেছিল সময়
কান পেতে চুপিচুপি কতগুলো চড়াই আজ বুকের ক্যাবিনেটে এখান থেকে ওখানে।
কি জানিস
তোর কিছু এসে যায় না আমি আছি ,কি নেই ?
চড়াই ফুড়ুৎ ফুড়ুৎ ,,,ভাবনার ডালে সাল। বছর। তারিখ।
রাগ আর অভিমানের মাঝে তফাৎ
আকাশ আর জীবিত চড়াই।
সময় আর অজস্র স্পন্দনের ভাবনার মোড়কে লুকোনো মুখ
শুনতে পারছিস
কি বলছে সময় ,,,আর চড়াই।
প্রকাশ্য দিবালোকে একটা হত্যা ঘটে গেলো
কোনো ষড়যন্ত্র নয় সময়ের তন্ত্রে সুপাচ্য কোনো অহমিকা।
আজ ছায়ারা দাঁড়িয়ে সারি দিয়ে শেষ বেলায়
আমি মুক্ত চড়াই শুধু উঠোন থেকে উঠোনে খুঁজি খিদে।
এই সভ্যতার প্রেম সে তো দেরাদুনের শীতের অত্যন্ত গরম কাপড়
যা কলকাতায় এখন আলমারিতে সাজানো।
............ ঋষি
==============================================
প্রকাশ্য দিবালোকে একটা হত্যা ঘটে গেলো
সারি দিয়ে পরে থাকা অন্ধকার স্মৃতির পাশে অন্য কেউ।
আজ ছায়া দরজা বিকেল দাঁড়িয়ে তার শেষ রৌদ্র নিয়ে
এই সভ্যতায় প্রেম লেখা থাকা মমতাজের সমাধিতে পাথরের গায়ে।
আর শরীর
সে তো মাটির তলায় পচা গলা আমরা।
কি যেন বলেছিল সময়
কান পেতে চুপিচুপি কতগুলো চড়াই আজ বুকের ক্যাবিনেটে এখান থেকে ওখানে।
কি জানিস
তোর কিছু এসে যায় না আমি আছি ,কি নেই ?
চড়াই ফুড়ুৎ ফুড়ুৎ ,,,ভাবনার ডালে সাল। বছর। তারিখ।
রাগ আর অভিমানের মাঝে তফাৎ
আকাশ আর জীবিত চড়াই।
সময় আর অজস্র স্পন্দনের ভাবনার মোড়কে লুকোনো মুখ
শুনতে পারছিস
কি বলছে সময় ,,,আর চড়াই।
প্রকাশ্য দিবালোকে একটা হত্যা ঘটে গেলো
কোনো ষড়যন্ত্র নয় সময়ের তন্ত্রে সুপাচ্য কোনো অহমিকা।
আজ ছায়ারা দাঁড়িয়ে সারি দিয়ে শেষ বেলায়
আমি মুক্ত চড়াই শুধু উঠোন থেকে উঠোনে খুঁজি খিদে।
এই সভ্যতার প্রেম সে তো দেরাদুনের শীতের অত্যন্ত গরম কাপড়
যা কলকাতায় এখন আলমারিতে সাজানো।
............ ঋষি
==============================================
প্রকাশ্য দিবালোকে একটা হত্যা ঘটে গেলো
সারি দিয়ে পরে থাকা অন্ধকার স্মৃতির পাশে অন্য কেউ।
আজ ছায়া দরজা বিকেল দাঁড়িয়ে তার শেষ রৌদ্র নিয়ে
এই সভ্যতায় প্রেম লেখা থাকা মমতাজের সমাধিতে পাথরের গায়ে।
আর শরীর
সে তো মাটির তলায় পচা গলা আমরা।
কি যেন বলেছিল সময়
কান পেতে চুপিচুপি কতগুলো চড়াই আজ বুকের ক্যাবিনেটে এখান থেকে ওখানে।
কি জানিস
তোর কিছু এসে যায় না আমি আছি ,কি নেই ?
চড়াই ফুড়ুৎ ফুড়ুৎ ,,,ভাবনার ডালে সাল। বছর। তারিখ।
রাগ আর অভিমানের মাঝে তফাৎ
আকাশ আর জীবিত চড়াই।
সময় আর অজস্র স্পন্দনের ভাবনার মোড়কে লুকোনো মুখ
শুনতে পারছিস
কি বলছে সময় ,,,আর চড়াই।
প্রকাশ্য দিবালোকে একটা হত্যা ঘটে গেলো
কোনো ষড়যন্ত্র নয় সময়ের তন্ত্রে সুপাচ্য কোনো অহমিকা।
আজ ছায়ারা দাঁড়িয়ে সারি দিয়ে শেষ বেলায়
আমি মুক্ত চড়াই শুধু উঠোন থেকে উঠোনে খুঁজি খিদে।
এই সভ্যতার প্রেম সে তো দেরাদুনের শীতের অত্যন্ত গরম কাপড়
যা কলকাতায় এখন আলমারিতে সাজানো।
............ ঋষি
==============================================
প্রকাশ্য দিবালোকে একটা হত্যা ঘটে গেলো
সারি দিয়ে পরে থাকা অন্ধকার স্মৃতির পাশে অন্য কেউ।
আজ ছায়া দরজা বিকেল দাঁড়িয়ে তার শেষ রৌদ্র নিয়ে
এই সভ্যতায় প্রেম লেখা থাকা মমতাজের সমাধিতে পাথরের গায়ে।
আর শরীর
সে তো মাটির তলায় পচা গলা আমরা।
কি যেন বলেছিল সময়
কান পেতে চুপিচুপি কতগুলো চড়াই আজ বুকের ক্যাবিনেটে এখান থেকে ওখানে।
কি জানিস
তোর কিছু এসে যায় না আমি আছি ,কি নেই ?
চড়াই ফুড়ুৎ ফুড়ুৎ ,,,ভাবনার ডালে সাল। বছর। তারিখ।
রাগ আর অভিমানের মাঝে তফাৎ
আকাশ আর জীবিত চড়াই।
সময় আর অজস্র স্পন্দনের ভাবনার মোড়কে লুকোনো মুখ
শুনতে পারছিস
কি বলছে সময় ,,,আর চড়াই।
প্রকাশ্য দিবালোকে একটা হত্যা ঘটে গেলো
কোনো ষড়যন্ত্র নয় সময়ের তন্ত্রে সুপাচ্য কোনো অহমিকা।
আজ ছায়ারা দাঁড়িয়ে সারি দিয়ে শেষ বেলায়
আমি মুক্ত চড়াই শুধু উঠোন থেকে উঠোনে খুঁজি খিদে।
এই সভ্যতার প্রেম সে তো দেরাদুনের শীতের অত্যন্ত গরম কাপড়
যা কলকাতায় এখন আলমারিতে সাজানো।
No comments:
Post a Comment