Monday, July 10, 2017

ছায়া মানুষ

ছায়া মানুষ
......... ঋষি
============================================
ছায়ায় পাখা মেলেছে জাদুকরী আঁধার
ঘুম নেই চোখে ,ভেসে যাওয়া সময়ের বৃষ্টি একাকার।
মানুষের অজস্র লুকোনো আত্মারা  ঘোরে ফেরে অন্ধকার পায়চারি
সারি দেওয়া ছায়া মানুষ ছুঁয়ে যায়।
বেশ তো
জীবন আর জীবিতের ফাঁকে ছায়া মানুষ আসে যায়।

বৃষ্টি ভেজা শহরের পথে
তোমার জানলার সিলিং জুড়ে জ্যোৎস্না।
কোনো অনন্ত পথ চলা মনের খোলা আকাশে অজস্র বেলুনের ভিড়
নীল ,লাল ,স্বপ্নরা ছুঁয়ে যায়।
ঘুম আসে মানুষের আবার ছুঁয়ে চলে যায়
ঘুম ভাঙে মানুষের ,মানুষ ঘুমোতে চায়,অদ্ভুত ব্যাধি ।
অন্ধকারে ঘোরে ফেরে আত্মা আমার তোমার মনের মানুষ
জাদুকরী  শিহরণে অনেকটা প্রাপ্তি
ছুঁয়ে যায়।
আর  তখনি মনে পরে তোমায় ঠিক ছায়ার মতো
বাড়ানো হাতের ফাঁকে আমার আগামীর বেঁচে থাকা।
কোনো জাদুগর তার লাঠির স্পর্শে গিলি গিলি যে
ভাবনারা আসে যায় তোমাকে ছুঁয়ে।

ছায়ায় পাখা মেলেছে জাদুকরী আঁধার
উত্তপ্ত বুকের ওমে ঘুম ভাঙা প্রেয়সীর চোখ।
মানুষের অদৃশ্য ইচ্ছাগুলো সব সহমরণে বেঁচে থাকা স্পর্শের সাথে
সারি দেওয়া ছায়া মানুষ।
বেশ তো
জীবন আর জীবিতের ফাঁকে ছায়া মানুষ আসে যায়।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...