Thursday, July 20, 2017

রিখটার স্কেল

রিখটার স্কেল
....... ঋষি
====================================

একবার সময় ছোঁয়ার অভ্যেস
নিজের বিকিকিনি শরীরটা অস্তিত্ব নিরিবিলি সঞ্চয়
খুদার্থতা ,

দেশ থেকে গড়িয়ে নামছে স্বার্থ
অর্থের দরবারে বেড়ে চলেছে শস্য মূল্যের যোনিজ নির্বাণ
মানুষ সভ্যতার দূত ,

তোমার মতো করে ভাবলে গঙ্গাফড়িং লাফায়
জানলা জড়িয়ে গুড়ি গুড়ি আলোগুলো সংকেত দেয়
সময় ফোরাল আজ উৎসবের দিন।

খুঁজছে কিছু সময়ের পকেটে দুর্মূল্য হাতছানি
পেটে খিদে ,,পাচ্ছে না ভাতের হাঁড়িতে জমানো সঞ্চয়
সবটাই অভিনয়।

এতদিনে চিঠি লেখা স্বার্থক কবিতার অক্ষরে চলন্তিকা
শব্দরা সব চিঠি খুলে বাজারে ঘুরছে
বাজারি প্রেম নাকি নীতিসম্বল সভ্যতা।

চিতার শেষ গন্ধটা কাল ফোনে তোকে বলেছি ভালো আছি
আসলে পুড়ে গেছে ভেতর রিখটার স্কেলে আত্মার খোঁজ
নিরন্নতা দূরত্বের ফাঁকে অনাবিল তুই।

আবোলতাবোল পাতায় শুধু আজ কেমন ভালো না লাগা
পাতার শব্দরা খইয়ের  মতো ছড়িয়ে তোর নাভিতে
আর তোর গভীরে আমার জিভের নুন।

একবার সময় ছোঁয়ার অভ্যেস
তোর নগ্ন শরীরে পোট্রেরেটে তুলির টান কিছু স্পর্শ
তিল হয়ে যাক তোর হৃদয়ের।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...