Wednesday, July 19, 2017

শৈল প্রবাহ

শৈল প্রবাহ
.......... ঋষি
=============================================
অপাংতেয় নীতিকথা
এই পৃথিবীর আদরের সবটাই বড় বেশি আঁশটে।
আমি যদি এভারেস্টের মাথায় দাঁড়িয়ে চিৎকার করি
স্পর্শ।
সে কি কোনো আব্দারের মতো ,কিংবা বরফের ঝড়ের মতো
মুহূর্তে শৈল প্রবাহ ,,,, নাকি জমে থাকা মনের শেওলা।

নিজেকে গোছাতে গোছাতে
অনেকটা সরবরাহ এই হৃদয়ের হাজারো ক্ষুদ্র উপকথা।
শিরা ,উপশিরার অনেক নীতিকথা
বেঁচে থাকার কষ্টরা কোন শিরায় থাকে তুমি জানো চলন্তিকা ?
আমি যদি মরুভূমির মাঝে তৃষ্ণা হয়ে বাঁচি
ওয়েসিসের খোঁজ স্বপ্নের ,,,,, সেও কি দুর্বলতা।
তোমার হাসিতে আমি জীবন দেখেছি
তাইতো সর্বদা চুষে খেতে ইচ্ছে হয় একের পরে সিঁড়ি ভাঙা উপহার।
তোমার চোখের কাজলে জ্বলে ওঠা দ্বীপ
নির্ভীক কোনো বাঁচতে থাকা ইচ্ছাদের প্রতিচ্ছবি সহমরণে।
পাগলামী  ছুঁয়ে যাওয়া বিকেলের আলো এভারেস্টের চূড়ায়
কেউ যেন চিৎকার করছে তোমার নাম ধরে।

পাংতেয় সেই সব কথা
চাবি হারানো তালাগুলো বড় বেশি কষ্টে থাকা আজকাল।
সুর ,তাল ,কানা সেই বাউলের একতারাটা
আকাশে বাতাসে চিৎকার জুড়েছে " স্পর্শ "
শুনতে না চাওয়া তোমার অভিমানগুলোকে আমি চিনি চলন্তিকা
মুহূর্তের শৈল প্রবাহ ,,,,,কে যেন ছুঁয়ে যায় আমায় শীতলতা।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...