Saturday, July 29, 2017

আদরের কবিতা

আদরের কবিতা
............. ঋষি
==========================================
তোর জোড়াভুরু ,কাজল টানা চোখ
তোর গভীর উত্তপ্ত  নিশ্বাস ,তোর বুকের ভাঁজে চেনা গন্ধ।
তোর ঠোঁটের কোনে তিল ,তোর বুকের খাঁজে আদর
তোর কান ,তোর ঠোঁট।
পাগল হচ্ছি আমি ,আরো গভীরে চোখের জল
ভেসে যাওয়া নোনতা স্বাদ আর তুই কোনো আদরের কবিতা।

আরো গভীরে কোনো ছুঁয়ে যাওয়া
দুমড়ে মুচড়ে ওঠা বুকের অলিন্দে ক্রমাগত একটা ছায়া ছায়া নেশা।
নেশা গভীর হয় ,আরো গভীর রাতে
ইচ্ছেরা পাগল হয় ,হয় তৃষ্ণার্ত কোনো শুকিয়ে যাওয়া নদী।
হাত আঁচলা করে গড়িয়ে নামা জল
লিখতে লিখতে বর্ষার মাতাল নদীর ধার  ধরে একলা হাঁটতে থাকি।
সামনে নিশুতি রাত ,বাইরে মাতাল বৃষ্টি
তোর গন্ধ দূরত্ব ছাড়িয়ে আনমনে কোনো খোলা আকাশে আশ্রয় খোঁজে।
দুকূল ছাপিয়ে যায় গভীর নিশ্বাস
হৃদয় পেরিয়ে চলে যায় কোনো মোহনায়।
ওই তো তুই
আমার তৃষ্ণা নদী ,আমার মাতাল বুকে গড়িয়ে নামা ঘাম।

তোর অনন্ত পথ ,তোর ঠোঁটের লিপস্টিক
তোর খোলা বুক ,তোর নিতম্ব ছুঁয়ে মেঘলা কোনো রাত।
তোর ঠোঁটের কোন দাঁত ,তোর বুকের পাঁজরে আমি
ধুকপুক ,ধুকপুক চেনা শব্দ।
বাইরে তখন তুমুল বৃষ্টি ,ভেসে যাওয়া ইচ্ছা প্লাবনে
বুকের কাছে তুই সোঁদা মাটির ভিজে গন্ধ। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...