Saturday, July 15, 2017

লাগ্ যা গলে

লাগ্  যা  গলে
............. ঋষি
===========================================
ছেঁড়া জামা পরা এই হৃদয় শুধু ঢাকতে চায়
নিজেদের মুখোশে সাজিয়ে শুধু বাঁচতে।
ভুলে যাওয়া যদি সম্ভব হতো
তবে তো হৃদয়ের দরবারে বাজতো না অসময়ের স্যাক্সোফোন।
তবে তো বৃষ্টি হলে মনে হতো না বারংবার
আমি আছি তুমি আছো তাই।


কোনো অদ্ভুত পুরোনো গানের কলি
আমার হৃদয়ের গিটারে বাজতে থাকা অস্তিত্ব জানান দে বারংবার।
তুই বলি ভুলে যা
কিন্তু ভুলে যাওয়া যদি সহজ হতো তবে মৃত্যুর করুন হতো না।
ভুলে যাওয়া যদি সম্ভব হতো তবে থাকতো না চোখের জল
আসলে কি জানিস   .........
ভুল করে মানুষ ভোলার চেষ্টা করতে পারে
কিন্তু ভুলতে কখনোই পারে না।
হামকো মিলি  হ্যা আজ   যে  গাডিয়ান নসীব  সে
জি ভর কে  দেখ  লিজিয়ে  হুমকি  কৰিব  সে।

খালি পায়ে হেঁটে চলা এই হৃদয়
শুধু বাঁচতে থাকা পথ চলা কোনো সময়ের খোঁজ।
বারংবার হোঁচট খায় ,উঠে দাঁড়ায়
কিন্তু ভুলতে কখনো পারে না।
লাগ্  যা  গলে কি  ফিরে  এ হসিন রাত  হো  না  হো
সায়েদ ফির  ইস জনম মেইন  মুলাকাত  হো  না  হো। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...