Wednesday, July 5, 2017

অন্য আমি

অন্য আমি
........... ঋষি
=======================================================
নিজের ভিতর নিজেকে খুঁড়ে  চলা অন্য আমি
অনেক হয়েছে বোকামির সেই কথোপকথন সেই  ছেলেটা যে  চলে গেলো।
এখন মধ্য চল্লিশেকের এক যুবক চশমার কাঁচ পরিষ্কার করে
ঝাপসা হওয়া পৃথিবীটাকে একটু পরিষ্কার চোখে দেখে।
সব মিথ্যা ছিল ,,একটা স্বপ্ন
কাঁচ ভাঙার পর জুড়তে চাওয়াটা এখন বোকামির।
আলস্যে জীবন যাপনের শহরের রাস্তায় পেরেক ফোঁটার  যন্ত্রনা
ফুল ফোটে তবে সব তো  আর গোলাপ নয়।

রাস্তার ফুটপাথে বেড়ে ওঠা শরীরটা
আজ কেমন পেকে গেছে।
অনেকটা নিশ্বাস দরকার ছিল কিন্তু সময়ের কার্বনডাইঅক্সাইডের কালো হাত
অনেক কালি  অস্তিত্বের উপর ,,ছায়া আর মায়া তুমি ।
এগিয়ে এসে চেপে ধরছে গলার স্বর থলি ,,শব্দ অনুপস্থিতিতে বাড়তে থাকা নীরবতা
কানে কাছে কাছে ফিস্ ফিস্ ।
সেই মেয়েটার শরীরের উপর শান্তিনিকেতন কিংবা ধরো পৃথিবী
বুকের নিকোটিন হৃদয়ে জমতে থাকা মৃত্যু সাক্ষী ।
ভালোবেসে নিজেকে পোড়ানো যায় ,সময়কে চুপ করানো যায়
কিন্তু তোমাকে ???
এই তো সেই সাদা দিন এখন তোমার নীল শাড়ির কল্পনা রৌদ্র হয়ে এসো
এত সত্যি ,এত সত্যি ,এই তো খুব কাছে ,,সামনে।
যে কথা লিখে রাখলাম তার  অস্তিত্ব তুমি ছাড়া আর কোথাও নেই
না এই শব্দতে বাঁধা যাবে ,না এই একলা বিকেলের আগমনী অন্ধকারে।
তুমি ছাড়া এই বেঁচে থাকা
নীরব  প্রথাগত লাশ ...

নিজের ভিতর নিজেকে খুঁড়ে চলা
অনেক বোকামি হয়েছে এইবার শুধু তোমাকে একটা জীবন চাই।
একজন মধ্য চল্লিশের যুবক সকাল সন্ধ্যে রূপকথায়
ঝাপসা হয়ে যাওয়া চোখের কাঁচে অনেক অপেক্ষা শেষে অপেক্ষা  দাড়িয়ে,
শহরের শেষ কিনারায় ফিরতে থাকা পাখিরা এই বিকেলের সাজে
কেমন একটা অন্যমনস্কতা মনখারাপ।
আলস্যের এই কবিতা ছড়িয়ে ছিটিয়ে আমার শব্দরা সব তুমি মাখা হলেও
বৃষ্টি আসে প্রতিবারে ,,,যখনি তুমি স্পর্শ করো। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...