Sunday, July 16, 2017

The civilization

The civilization has made the people civilized, making it a regular slave in the citizenship...
.
অনন্ত দিশাহীন পথ চলা
বুঝে গেছিল ছেলেটা অজান্তে হয়ে যাওয়া জন্মে।
সকলে তো পূর্বপুরুষের দত্তক হয় না
কেউ কেউ ওই ছেলেটার মতো বেজন্মা। ফুটপাথে জন্মায়।
জন্ম সূত্রে কুকুরে মতো মা জুটে যায় ,কুড়িয়ে পাওয়া ছেলে
গরীব কাগজকুরানীর চোখে জল
নুন ভাত খাইয়ে বড়ো করা কোনো নিকট আত্মীয়।
.
সামিয়িকী একটা খিদে
এই সমাজে বুকে হাজারটা বেঁচে থাকার মতো কিছু অপ্রয়োজন।
খিদে নিজেকে পাওয়ার
ছোটবেলায় পরিবেশ থেকে পাওয়া শিক্ষায় ছেলেটা কি বা হতে পারতো ?
তাই অল্পবয়সেই কিনতে চেয়েছিল সময়কে চুরির পয়সায়
পকেট মার্ ,এদিক ওদিক হাত সাফাই।
সভ্যতা মানুষকে সভ্য করেছে ,করে তুলেছে এই নাগরিকত্বে মানুষ নিয়মিত দাস
অনিয়ম তাই বোধ হয় সভ্যতার অপ্রিয়।
ছেলেটা প্রথম ধরা পড়লো একটা মিনিবাসে মোবাইল চুরি করে
প্রথমে পাবলিকের মারাত্নক মার্ ,তারপর পুলিশের।
কি শিখলো ছেলেটা ,,,,,,,আরো ভয়ানক হতে
তাই পরেরবার সে ধরা পড়লো পুলিশের হাতে ডাকাতির কেসে।
কেস ফাইল।কিছু দিন জেল খাটার পর ছেলেটা ছাড়া পেলো
তারপর আবার সে ধরা পড়লো কাউকে খুন করে।
তার কাগজকুরানী মায়ের চোখে জল সাক্ষী থাকলো
এইবার নিশ্চিত মৃত্যু ,তার একমাত্র নিকট আত্মীয়ের ।
.
ছেলেটা বোধ হয় একটা হিল্লে হলো
একটা অনিয়মিত বেজন্মা পথ চলা শেষ এবার।
জজ সাহেব মৃত্যু দ্বন্দ্ব এই সভ্যতায় আরো বেশি সভ্য করতে শেখালো মানুষকে
কিন্তু বেজন্মা ছেলেটা কেন যান কেঁদে পড়লো আদালতে।
সে চিৎকার করতে চাইলো নাগরিকত্ব ।সে বলতে চাইলো পরিচয়।
কেউ শুনতে পেলো না তার চিৎকার
শুধু মৃত্যুর আগে ছেলেটা একবার হাসলো কারণ এইবার পথ চলা শেষ।
.
.. ঋষি
************************** xxxxxxxxxxx ***************************

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...