Sunday, July 30, 2017

চেনা গল্প

Recognized stories, strangers we find ourselves everyday We live with some unknown questions because society is not guilty, some hidden fears of guilty people........

এই গল্পটা আটপৌরে কোনো শহরের কথা
হতে পারে একটা অঞ্চল ,একটা গ্রাম ,একটা গলি খুঁপচিতে বাড়তে থাকা যাতনার কথা।
মেয়েটা জানতো না  সময়ের সাথে থাকে সহবাস করতে হবে
মেয়েটা জানতো না সময় মেয়েটাকে নষ্ট করে দেবে।
এই গল্পটা আমার তোমার প্রতিদিনকার চেনা গল্প
এই আমার আমাদের হৃদয়ের করুন পরিণতি আর লজ্জার গল্প।

.
সেদিন বৃষ্টি পড়ছিল
বৃষ্টি তো পরে নিয়ম মাফিক ঋতু মেনে কিংবা কোনো দুর্যোগের রাতে বিদ্যুৎ সহযোগে।
পাড়ায় হঠাৎ নিভে গেলো আলো
এমন তো প্রতিদিন প্রায় নিয়ম করে কিংবা নিয়মিত আলো নিভে যায়।
গৃহস্থ বধূ ,এক সন্তানের মা
বাচ্চা ছেলেটা অসময়ে এই অন্ধকারে ভয় পেয়ে মা মা করে ছুটে এলো.
এটা নিয়মিত তোমার আমার চেনা
শৈশব থেকে মাকে সবচেয়ে বেশি প্রয়োজন বাঁচার তাগিদে।
কিন্তু তারপরের ঘটনা আমাদের স্তম্ভিত করে
দু চারটে  মদ্যপ ক্লাবের ছেলে দরজায় ক্রমাগত আঘাত করে।
নিয়ম মেনে বধূ দরজা খোলে
কি বৌদি এমন বৃষ্টির দিন একটু চাটা খাওয়াও।
সমাজের বধূ যেমন বলে মেয়েটা তেমনি বলেছিল বাড়িতে কেউ নেই
পরে এসো ভাই।
.
হঠাৎ সেই মদ্যপ জন্তুগুলো দরজা ঠেলে ঢুকে পরে
এই সময় আলো এসে যায়।
বাচ্চা চার বছরের ছেলেটা চিৎকার করে ওঠে তার মাকে কেউ যেন ছিঁড়ে খাচ্ছে
তারপর যা হয়।
পরের দিন খবরের কাগজে একটা খবর প্রকাশিত হয়
ছেলের সামনে মাকে ধর্ষণ ,ধর্ষিত সকলে এলাকা ছাড়া পুলিশ খুঁজছে
সেই গৃহস্থ বধূ  আপাতত কোনো সরকারি হাসপাতালে ভর্তি।
তার পরে খবরটা খবরের কাগজে লেখে নি
ছেলেগুলো পার্টির ছেলে তাই সেই গৃহস্থ বধূর স্বামীর ওপর চাপ সৃষ্টি করা হয়।
সেই সামাজিক  স্বামী সাহার্য্য প্রার্থী হয়ে পুলিশের কাছে যায়
যায় সমাজের উচ্চ কিছু সামাজিক বংশের কাছে।
সকলে তাকে বলে যা হবার তা তো হয়ে গেছে ,কিছুটা বদলাবে না
যদি ভালো থাকতে চাও কেসটা তুলে নেও,কিছু টাকা দিচ্ছি।
 .
এই গল্পটা আটপৌরে হলেও কোনো একটা সময়ের কথা
এই গল্পটা কোনো শহর ,গ্রাম ,অলিগলি ছাড়িয়ে মানুষের কিছু অন্ধকারের কথা।
মেয়েটা জানতো না যে সে এই ভাবে নষ্ট হয়ে যাবে
মেয়েটা জানতো না তার স্বপ্নের একটুকরো সংসার এই ভাবে ভেঙে যাবে।
সেই মেয়েটা এখন কোনো পাগলাগারদে দিন গুনছে বাঁচার আশার
আর আমরা এই গল্পটাকে সাক্ষী মেনে অপেক্ষা করছি পরের একটা গল্পের।
....
......Rishi
================XXXXXXXXXXX====================

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...