Yet time to deal with this civilization, to stand up for your own honor, for the next generation, scream girl. .....
চিৎকার করো মেয়ে........... ঋষি
================================================
চিৎকার করো মেয়ে
বুকের বালিশের ভিতর সাদা তুলোগুলো বাতাসে উড়িয়ে দেও,
এই সভ্যতা দেখুক তোমার স্তনের সৌন্দর্য।
কোনো কামুক চোখ তোমার বুকের উপর খুবলে খাওয়ার আগে
পিকাসোর তুলিতে সভ্যতা সত্যি হোক
চিৎকার করো ,,জানাও উপস্থিতি ,,তুমিও যে আছো বেঁচে।
.
আগামী বীর্যের যে সন্তানকে তুমি পৃথিবী দেখাতে চাও
তাদেরও চিৎকার করতে শেখাও।
সভ্যতার প্রাচীন স্তবকে লেগে থাকা তোমাদের মাতৃতন্ত্র প্রতিষ্ঠা হোক
চিৎকার করো কোনো নারী সুলভ আদলে নয়
অসুর দলিনী মাতৃ রূপে।
তোমার উপস্থিতি সভ্যতার কালো অন্ধকারকে মলিন করুক
আগামী নারীর চোখে জলে যাতে পুড়ে যায় এই সমাজের প্রাচীন বাঁধানো ভীত।
নড়ে উঠুক ঈশ্বরের প্রাসাদ
পুস্প বৃষ্টি আসুক ,এগিয়ে এসো মেয়ে দুষ্টদমনী রূপে।
.
তোমার রূপের ছটায় যে সভ্যতা তোমাকে রমণী করেছে করেছে যোনিজ আরাম
তোমার ধৈর্যের লিপিতে যে সভ্যতা তোমাকে ভোগ্য করেছে ,করেছে ধর্ষণ বারংবার
ধিক্কার দেও ,চিৎকার করো ,পৃথিবী জানুক ,জানুক সভ্যতা
"আর নয়"।
তোমরাও শিখেছো অস্ত্রে ধার দিতে
তোমরাও পারো রক্তমাখা নগ্ন শরীরে নপুংশক সভ্যতাকে হত্যা করতে ।
খুলে ফেলতে সামাজিক নথিতে বাঁধা প্রতিটা উপাচার,প্রতিটা অত্যাচারী মুখোশি পোশাক
জানিয়ে দেও তোমরা আর আশ্রয়হীন নও
এই সমাজ তোমাদের আশ্রয়ে প্রতিপালিত শিশুর আদলে।
.
চিৎকার করো মেয়ে
বুকের গভীরে লেগে থাকা কালসিটেদের অধিকার দিতে শেখো।
যে সভ্যতা তোমাকে পরাধীন করেছে করে তুলেছে নরম ,কোমল শরীর
তাকে সভ্যতার হাতিয়ার করতে শেখো।
জানাও সমাজকে তোমরাও মানুষ ,তোমাদেরও মেরুদণ্ডে লেগে ঝাঁসির রানী
ইতিহাস বদলাবার সময় হলো ,,,,চিৎকার করো মেয়ে।
No comments:
Post a Comment