নিয়ামক
............ ঋষি
=================================================
জনতা আগুন চাইছে
গড়িয়ে নামছে সভ্যতার লোভ নারী শরীরে।
ভেদ করা কোনো বর্শা এফোঁড় ওফোঁড় করুক সনাতনকে
জ্বালিয়ে দেও ,,দেও পুড়িয়ে ,
চিৎকার উঠছে সভ্যতার বিভিন্ন প্রাঙ্গন থেকে মানুষের বোধের।
প্রতিটা মৃত্যুর কারণ
মানুষ মৃত্যুমুখী।
প্রতিটা হিংসার কারণ খুঁজতে গেলে বলতে হয়
মানুষ লোভী।
কিন্তু ধর্ষণ
সেও তো লোভ কোনো কামের।
যে সনাতনকে জ্বালিয়ে তোমরা ভাবছো অসুর বধ সম্ভব
কিন্তু মানুষের মনের অসুর ?
সে যে রক্ত বীজের ফোঁটা ,ক্রমাগত বাড়তে থাকা মানুষের মনের পাপ
রিপুদের ভিড়।
যদি সভ্যতার বদল করতে হয়
তবে অতিবশ্যই মানুষের বদল দরকার।
আগুন চাইছে জনতা
চারিদিকে পুড়ছে ঘর ,পুড়ছে মানুষের মাঝে মানুষ।
বুকের আগুনে পুড়তে থাকা মানুষের মৃতদেহগুলো জমা করছে ছাই
উড়ছে আকাশে বাতাসে
জবাব দেও আর জবাব চাই ?
............ ঋষি
=================================================
জনতা আগুন চাইছে
গড়িয়ে নামছে সভ্যতার লোভ নারী শরীরে।
ভেদ করা কোনো বর্শা এফোঁড় ওফোঁড় করুক সনাতনকে
জ্বালিয়ে দেও ,,দেও পুড়িয়ে ,
চিৎকার উঠছে সভ্যতার বিভিন্ন প্রাঙ্গন থেকে মানুষের বোধের।
প্রতিটা মৃত্যুর কারণ
মানুষ মৃত্যুমুখী।
প্রতিটা হিংসার কারণ খুঁজতে গেলে বলতে হয়
মানুষ লোভী।
কিন্তু ধর্ষণ
সেও তো লোভ কোনো কামের।
যে সনাতনকে জ্বালিয়ে তোমরা ভাবছো অসুর বধ সম্ভব
কিন্তু মানুষের মনের অসুর ?
সে যে রক্ত বীজের ফোঁটা ,ক্রমাগত বাড়তে থাকা মানুষের মনের পাপ
রিপুদের ভিড়।
যদি সভ্যতার বদল করতে হয়
তবে অতিবশ্যই মানুষের বদল দরকার।
আগুন চাইছে জনতা
চারিদিকে পুড়ছে ঘর ,পুড়ছে মানুষের মাঝে মানুষ।
বুকের আগুনে পুড়তে থাকা মানুষের মৃতদেহগুলো জমা করছে ছাই
উড়ছে আকাশে বাতাসে
জবাব দেও আর জবাব চাই ?
No comments:
Post a Comment