Saturday, July 8, 2017

ধ্বংসের কবিতা


ধ্বংসের কবিতা
............ ঋষি
============================================================
মানুষ দাঁড়িয়ে
পায়ে তালি লাগানো ছেঁড়া চটি অবান্তর উত্তর।
হাতে ঢাল তলোয়ার মশাই নিধিরাম সর্দার
এটা দাসত্ব নয় ,না জিততে চাওয়া অন্য কারোর জমি।
মানুষ খেই হারাচ্ছে নিজের জমিটুকু বাঁচিয়ে রাখতে
নিজেকে এবং রক্তের বিন্দুগুলোকে টাটকা তরতাজা  রাখতে।

শুরু হয়েছিল 2G,3G,4G থেকে ক্রমশ হয়তো 10G ও হয়ে যাবে খুব তাড়াতাড়ি
মানুষকে স্বপ্ন দেখছে রাষ্ট্র ,সিনেমার নায়ক নায়িকার কালো রোদ চশমা সাধারণের চোখে।
নিজস্ব ক্যালাইডোস্কোপে মানুষ নিজেই জোকার
আবার অবাক হয়ে রাষ্ট্র হাসছে ,মানুষ মানুষেরি দিকে তাকিয়ে।
সম্প্রতি নোটবন্দী, GST আপনাদের কর
আচ্ছা বলুন তো যে দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে হেলান দিতে চায়
সে দেশে কি সম্ভব মানুষ হাঁটবে দেশের রণপায়ে।
ভালো মন্দ আপনার আমার
তরুণ প্রজন্মের হাতে সোস্যাল নেটওয়ার্ক আর রঙিন দুনিয়া।
শৈশব বাঁচবে কি ?যেখানে ডেস্কটপে কাজ করতে অবাঞ্চিত কোনো বেশ্যা কাপড় খুলে দাঁড়ায়
শৈশব বোঝবার আগেই শিশুরা বুঝে  ফেলে কন্ডোমের কিংবা জন্মনিরোধকের মানে।
তরুণদের রক্ত গরম হওয়ার আগেই হাতে উঠে আসে নেশার প্রয়োজন
কোনো লক্ষ্যহীন ভ্রষ্ট কোনো ভাবনা শুধু স্বপ্ন দেখা ধ্বংসের দেওয়ালঘড়িতে।
আর সম্পর্ক সে তো তোমার আমার সামাজিক রীতি
একটা নিয়ম যেটা আমরা মানি কিন্তু বেশিরভাগ জোর লাগাকে হেইসা।
 আজ রাষ্ট্রের হাতে সময়ের আগুনে  পিস্তল
আর মনুষত্ব ,প্রকৃতি ,সৃষ্টি ,আলো  আজ শুধু অপেক্ষা মৃত্যুর। 
.
মানুষ দাঁড়িয়ে
প্রাগৈতিহাসিক হোমো স্যাপিয়ান আজকাল কোথাও কোথাও শুধু হোমো।
কাঠের চাকা বদলে হাতে গাড়ির স্টিয়ারিং বটে ,গতি বাড়ছে
কিন্তু সময় আর মানুষ দুজনেই ছুটছে অজান্তে আগুনের দিকে।
মানুষের আগুনের লোভ চিরকাল
কিন্তু সেই আগুনের ধ্বংসটা মানুষ অপেক্ষায় সাক্ষী থাকার। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...