Sunday, July 2, 2017

মেয়েটা বাজে ছিল (২)

মেয়েটা বাজে ছিল (২)
..... ঋষি
==========================================================
পারুলকে পুড়িয়ে দিয়ে  সমাজ  তার দায়বদ্ধতা সারলো
ও পাড়ার নিমাইকাকু গোপালদার পান চিবোতে চিবোতে স্বীকার করলো
মেয়েটা বাজে ছিল।
আজ আমার প্রশ্ন সময়কে তার পর সমাজকে
নারী শরীর শুধু কি ভোগ্য ,আর পুরুষ সত্যি কি কুত্তার জাত
না হলে
বাজে ? এই শব্দটার অন্তরে কেন দায়সারা গন্ধ ?

পুড়ে গেছে পারুলের শরীর
ও নিমাইদা তোমার একলা ঘরের ছিঁড়ে খাওয়া কেউ আর জানবে না।
পারুলের যোনির যে কেশ দেখে তুমি উত্তেজিত হয়েছিল একদিন
ঢুকিয়ে দিতে চেয়েছিলে একটা হাত মেয়েটার গোপনাঙ্গে সে কথা আজ ইতিহাস।
না সেদিন মেয়েটা কাউকে বলে নি
তোমাকেও বলতে পারে নি এই নিমাই ঢ্যামনা বুড়ো তোর ঘরে কি মা, বোন নেই।

ভুলে গেছিলাম গোপালদা তোমার  কথা
অন্ধকারে জাপ্টে ধরে যে স্তনটাকে তুমি দুমড়ে মুচড়ে দিতে,কেউ জানতে পারে নি ।
একদিন নিজের বৌয়ের শরীরটাকে মদ্যপ সোহাগে তুমি যে  পারুল বলে ডেকেছিলে
সেই রাগে  বৌয়ের ঝাঁঝানিতে তুমি যে সকালে  বস্তিতে আগুন লাগিয়েছিলে।
কেউ জানতে পারে নি গোপালদা
 জানলেও কিছু হতো না " মেয়েটা যে বাজে ছিল "।

এরকম হাজারো নিমাই কাকু ,এরকম হাজারো গোপালদা আজ এইসময়
তোমার আমার পাশে দাঁড়িয়ে।
আমরা শুধু খুব দায়সারা কিছু অভিলাষে সমাজটাকে নিজের যোগ্য করছি
কিন্তু সময়কে একবারও  চিৎকার করতে দিচ্ছি না সেই বাজে মেয়েটার গলায়।
বাঁচাও বাঁচাও কেউ আছো
হাজারো খবরের পাতা ,দুর্বল পিছিয়ে পড়া মানুষগুলোর  মৃত্যুর শব্দ  আজ স্বাভাবিক
কারণ আমরা খুব সহজে বিচার করতে পারি "মেয়েটা বাজে ছিল "

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...