রাত ফোরানোর গল্প
........... ঋষি
==================================================
রাত ফেরানো গল্পগুলো সকাল হলেই স্বাভাবিক
তখন রাতের সেই সব মুসাফিররা বোধ হয় বাসা বাঁধে পায়রার খোঁপে।
বাকুম বাকুমগুলো সব অজানাই থেকে যায়
যেমন এই মুস্তাফির চাচা যার বাংলাদেশে বাড়ি ,নিজের ঘর।
কিন্তু এখন আমাদের শহরে ,পুরোনো এক বস্তিতে ভাড়া থাকে
আর সঙ্গে তার ভাগ্নী যে কলেজে পরে।
মুস্তাফির চাচার মুখে শোনা তাদের নাকি পূর্বপুরুষের মাকান
খুব সুন্ধরী বাংলাদেশ।
কিন্তু কিছুতেই মুছে ফেলতে পারে নি সেই অভিশপ্ত রাতটাকে তিনি
আজও তার ঘুম ভেঙে যায়
হঠাৎ হঠাৎ চমকে উঠে ছুটে যান বারংবার ভাগ্নীকে দেখতে,
সারারাত বসে থাকেন তার ভাগ্নীর মাথার কাছে হাত বোলান।
কি সেই গল্প ?
ভারত আর বাংলাদেশ ,কারোর ভাষায় একই বৃন্তে দুটি কুসুম
সেদিন জোর করে ছিঁড়ে ফেলতে চাইছিলো কিছু ধর্মের দালাল।
মুস্তাফির চাচার তরুণ রক্ত প্রতিবাদ করেছিল
যার ফলস্বরূপ তার বাবাকে ,তাকে বেঁধে রেখে সেই রাতেতার মাকে ,তার বোনকে বারংবার ধর্ষণ করে ধর্মের বিষাক্ততা
তার সামনে তার মাকে হত্যা করে সময়ের কিছু বর্বর অসুর।
আর সেই রাতের সুবাস তার ভাগ্নী আজ তার কাছে
যে জানে না রাত ফেরানো এই বিষাক্ত গল্পটা।
রাত ফেরানো গল্পগুলো সকাল হলেই স্বাভাবিক
সময়ের অন্তরে লুকোনো এমন অজস্র বিষ গাঁথা যা পায়রার খোঁপে বন্দী।
আমি তুমি এর জন্য দুঃখ প্রকাশ করতে পারি
করতে পারি আলোচনা কিন্তু প্রতিবাদ।
সকালের আলোয় পায়রার খোঁজে মুক্তি নীল গভীর আকাশে
কিন্তু মানুষের এই হীনমন্যতা ,ভেদাভেদ ,বর্বরতার মুক্তি কোথায়।
........... ঋষি
==================================================
রাত ফেরানো গল্পগুলো সকাল হলেই স্বাভাবিক
তখন রাতের সেই সব মুসাফিররা বোধ হয় বাসা বাঁধে পায়রার খোঁপে।
বাকুম বাকুমগুলো সব অজানাই থেকে যায়
যেমন এই মুস্তাফির চাচা যার বাংলাদেশে বাড়ি ,নিজের ঘর।
কিন্তু এখন আমাদের শহরে ,পুরোনো এক বস্তিতে ভাড়া থাকে
আর সঙ্গে তার ভাগ্নী যে কলেজে পরে।
মুস্তাফির চাচার মুখে শোনা তাদের নাকি পূর্বপুরুষের মাকান
খুব সুন্ধরী বাংলাদেশ।
কিন্তু কিছুতেই মুছে ফেলতে পারে নি সেই অভিশপ্ত রাতটাকে তিনি
আজও তার ঘুম ভেঙে যায়
হঠাৎ হঠাৎ চমকে উঠে ছুটে যান বারংবার ভাগ্নীকে দেখতে,
সারারাত বসে থাকেন তার ভাগ্নীর মাথার কাছে হাত বোলান।
কি সেই গল্প ?
ভারত আর বাংলাদেশ ,কারোর ভাষায় একই বৃন্তে দুটি কুসুম
সেদিন জোর করে ছিঁড়ে ফেলতে চাইছিলো কিছু ধর্মের দালাল।
মুস্তাফির চাচার তরুণ রক্ত প্রতিবাদ করেছিল
যার ফলস্বরূপ তার বাবাকে ,তাকে বেঁধে রেখে সেই রাতেতার মাকে ,তার বোনকে বারংবার ধর্ষণ করে ধর্মের বিষাক্ততা
তার সামনে তার মাকে হত্যা করে সময়ের কিছু বর্বর অসুর।
আর সেই রাতের সুবাস তার ভাগ্নী আজ তার কাছে
যে জানে না রাত ফেরানো এই বিষাক্ত গল্পটা।
রাত ফেরানো গল্পগুলো সকাল হলেই স্বাভাবিক
সময়ের অন্তরে লুকোনো এমন অজস্র বিষ গাঁথা যা পায়রার খোঁপে বন্দী।
আমি তুমি এর জন্য দুঃখ প্রকাশ করতে পারি
করতে পারি আলোচনা কিন্তু প্রতিবাদ।
সকালের আলোয় পায়রার খোঁজে মুক্তি নীল গভীর আকাশে
কিন্তু মানুষের এই হীনমন্যতা ,ভেদাভেদ ,বর্বরতার মুক্তি কোথায়।
No comments:
Post a Comment