Sunday, July 2, 2017

মেয়েটা বাজে ছিল

মেয়েটা বাজে ছিল
....ঋষি
=======================================================
চিৎকার করছে ,রাস্তা দিয়ে দৌড়ে আসছে আগুন
বাঁচাও বাঁচাও।
প্রচন্ড আগুন পুড়ে যাচ্ছে একটা শরীর ,ক্রমশ চিৎকার আলগা হচ্ছে
সামনে দাঁড়িয়ে আছে পাড়ার লোকেরা ,রাস্তার লোকেরা আর সমাজের মানুষগুলো।
মেয়েটা বাজে ছিল,
কানাঘুষিতে পাড়ার বৌ ঝিরা বলছে ,যাক পাড়াটা এবার ঠান্ডা হবে
বেশ হয়েছে মাগীটার উচিত শাস্তি ।
.
কি যেন বেশ নাম মেয়েটার
তোমার আমার পাড়ায় এমন পারুল বলে মেয়ে বহুত আছে।
কি  যেন পরিচয় ছিল মেয়েটার
হ্যা বাপ্ ,মা মরা বস্তির পারুল তোমার আমার পাড়ায় প্রচুর আছে।
দেখতে সুন্দর ছিল মেয়েটা ,জামাকাপড় ছেঁড়া নোংরা পড়তো ঠিক
কিন্তু  খালি   পায়ে যখন সে পথ চলতো তখন রাস্তার পাশে সকলে চোখ খুলে পড়তো।
ভরা যৌবন মশাই ,রস থাকলে পিঁপড়ে তো হবে
পানের দোকানে গোপাল দা অন্ধকার গলিতে প্রায়শই  জড়িয়ে ধরতো পারুলকে
বদলে কিছু পয়সা দিত।
ও পাড়ার নিমাই দাদু বাড়িতে কেউ না থাকলে ডেকে পাঠাতো
তারপর একলা ঘরে ,,,,পারুলের অভ্যেস ছিল।
অভ্যেস হয়ে গেছিল
ছ -বছর বয়সে পারুল প্রথম বুঝেছিল পুরুষের পায়ের ফাঁকের মেশিনটাকে
আর বুঝেছিল কি করে ধান্দা করতে হয়।
সেদিন থেকে পারুল খুব হাসতো যখন কোনো পুরুষ তার ময়লা শরীরটাকে আদর করতো
আর প্রতিটা ফুরিয়ে যাওয়ার পরে পারুল খুব  কাঁদতো
কারণ কিছুতেই সে  বুঝে পেতো না জীবনে মানে ?
কোথায় শেষ ,কেন সে বেঁচে ?
.
চিৎকার করছে মেয়েটা ,রাস্তা দিয়ে ছুটে  আসছে আগুন
তোমার আমার পাড়ায়,আমরা সকলে সাক্ষী ।
আমি তো শুনতে পারছি বেশ ,তোমরা কি শুনতে  পারছো মেয়েটার চিৎকার
শরীরটা লুটিয়ে পড়লো ,আমি  দাঁড়িয়ে দেখছি ,তোমরাও কি দেখছো ?
পুলিশের গাড়ি এলো,সঙ্গে এম্বুলেন্স ,বডিটা তুলে নিয়ে যাচ্ছে
ওপাড়ার নিমাই দাদু গোপালদার পান চিবোতে চিবোতে বলছে
মেয়েটা বাজে ছিল। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...