Wednesday, July 12, 2017

সেই মেয়েটা

সেই মেয়েটা
.............. ঋষি
================================================
মেয়েটা স্বপ্ন দেখতে ভালোবাসে
মেয়েটা স্বপ্নের সাদা গাউন পরে ভালোবাসে টাইটানিকে পাখির মতো উড়তে।
কত বয়স হবে মেয়েটার ,এই তো সবে কুড়ি পেরোচ্ছে
অবাক লাগে তার নিজেকে আয়নায় দেখতে ,ঠিক ফুল মনে হয় নিজেকে।
অবাক লাগে তার চারিপাশে লোকজনের অদ্ভুত পরিবরতন দেখে
মেয়েটার মাও সেদিন বললো ,বড়ো হচ্ছো ,একটু সামলে থেকো
ছেলেদের সাথে বিশেষ কথা বোলো না

এই রিমি শোন ,কথা আছে
মেয়েটা গটগট করে কলেজ থেকে বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছে।
এই রিমি শোননা ,মেয়েটার হাত ধরে ছেলেটা দাঁড়  করালো
প্রথমবার মেয়েটার কোনো স্পর্শে কেমন মেরুদন্ড দিয়ে চোরা স্রোত বয়ে গেলো।
ছেলেটা বললো সেই শব্দটা যা সিনেমা ,থিয়েটার ,চলতি জীবনের পরিবেশ থেকে শোনা
ভালোবাসি
মেয়েটা মুখ লুকিয়ে বাসে উঠে গেলো

কাল সারারাত ঘুম হয় নি মেয়েটার
স্বপ্নে দেখলো সাদা গাউন পরে সে সেই ছেলেটার সঙ্গে স্বপ্নের টাইটানিকে ভাসছে
সে সকালে উঠে আয়নায় নিজেকে দেখে খুব হাসলো ,খুব খুশি সে
আজ সে তাড়াতাড়ি কলেজ যাবে।

কলেজ ফেরত রোজকার বাসস্ট্যান্ডের দিকে মেয়েটা হাঁটছে
সুর থেকে দেখলো তার স্বপ্নের পুরুষ দাঁড়িয়ে আছে কতগুলো সমবয়সী ছেলের সাথে।
তার ভিতর থেকে সেই চোরাস্রোতটা আবার বইতে শুধু করেছিল
ছেলেটা সামনে এসে দাঁড়ালো ,অপ্রত্যাশিত ভাবে মেয়েটার মুখে সায়ানেট ছুঁড়ে মারলো।
মেয়েটা প্রথমে অবাক হলো তার স্বপ্নের পুরুষ
তার একদা অদ্ভুত যন্ত্রনা তার সারা মুখে ,,চিৎকার করে উঠলো মেয়েটা
ছেলেটার দিকে তাকিয়ে শুধু  বললো ,,,,,,, তুমি।

মেয়েটা স্বপ্ন দেখতে ভালোবাসতো
মেয়েটা এখন হাসপাতালে ,দুটো চোখি তার অন্ধ।
সেদিন পুলিশ এসেছিলো প্রশ্ন করেছিল কারা ছিল সেদিন
মেয়েটা ফুঁপিয়ে কেঁদেছিলো ,উচ্চারণ করতে পারে নি সেই ছেলেটাকে।
তার পরের দিন মেয়েটা মারা গেলো
খবরের শিরোপায় মেয়েটার খবর সকলেই  জানে ,
শুধু এটা কেউ জানলো না মেয়েটা স্বপ্ন দেখতে ভালোবাসতে।  

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...