Sunday, July 30, 2017

ফটোফ্রেম


The primitive fault of the relationship is just like the glass, once it breaks away from the clutter, it is forever,,,,,,,,,,,,,
ফটোফ্রেম
........... ঋষি
===========================================
পেন্সিল দিয়ে আঁকার খাতায় এক মনে আঁকিবুঁকি
মোম পেন্সিল এক মনে ঘষে চলেছে মেয়েটা।
সে আঁকছে তার মাকে ,তার বাবাকে কিন্তু নিজেকে সে বসবে কোথায়
কিছুতেই বুঝে উঠতে পারে না এক চার বছরের শিশু ,সে কোথায় ?
এই প্রশ্নে কোনো  শৈশবের ধ্বংস হতে পারে না
কারণ শিশুটি জানে না এই সমাজ ,এই দেশ ,এই সম্পর্ক শুধু ভেঙে যায়
কিন্তু একসাথে থাকাটা খুব কম ফটোফ্রেমে মানায়।

মেয়েটা ছুটে যায় তার মায়ের কাছে
মা বাবা কোথায় ?
মেয়েটার মার্ তখন অফিসের তাড়া ,শাড়ির আঁচলের শেষ ভাঁজটা দিতে দিতে বলে
আমার এখন মরার সময় নেই ,যা কাজের দিমাকে জিজ্ঞেস কর।
সেই মেয়েটা ছুটে যায় তার দিমার  কাছে ,একই প্রশ্ন করে সে
তার দিমা ভাতের গরম হাঁড়িটা নামাতে নামাতে বলে ,আমার হয়েছে যত ঝক্কি।
একরত্তি মেয়েটার কথা মা ,বাবা কেউ ভাবলো না গো
তার থেকে আমার গ্রামের বাড়ি ভালো ,ওখানে এমন হয় না গো।
সেই চার বছরের শৈশব তখন অবাক চোখে প্রথিবীর দিকে চায়
প্রশ্ন করে নিজেকে সে কোথায় ?

মা চলে যায় চাকরি করতে সকালে রাতে ফেরে যখন মেয়েটা ঘুমোয়
তার বাবাকে সে দেখেনি বহুদিন।
শুধু রাতে শোয়ার সময় সে মা ,বাবা আর তার পুরোনো একটা ছবি
বুকের কাছে জড়িয়ে শোয়।
তাকে সময়ের কোনো কাকিমা একদিন প্রশ্ন করে
এই তোর বাবা কোথায় রে ?
মেয়েটা অবাক চোখে সেই কাকিমার দিকে তাকায়
কেন জানি সেই কাকিমা তাকে কোলে তুলে বলে এমন মোমের মতো মেয়ে
বাবা ,মা কি করে পারলো ?
মেয়েটা কিছুতেই বুঝে উঠতে  পারে না এই সবের মানে।

এখন সেই মেয়েটা হোস্টেলে থাকে
পেন্সিল দিয়ে আঁকার খাতায় আজ মেয়েটা নিজেকে আঁকছে ,
একটা কুড়ি বছরের মেয়ে আজ  খুব ভালো করে বোঝে ডিভোর্সের মানে।
সে একবার ফিরে সেই পুরনো  মা ,বাবা আর তার পুরোনো ফোটফ্রেমটার দিকে তাকালো
তারপর হঠাৎ দেওয়ালে ছুঁড়ে চুরমার করে দিলো ছবিটা।
সে আবার খুব মন দিয়ে নিজেকে আঁকছে ,অসম্ভব সুন্দর মোমের মতো দেখতে
কিন্তু কিছুতেই বাবা ,মার্  মুখটা আর মনে করতে চায় না সে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...