ভালো বাসা
......... ঋষি
=============================================
ভালোবাসা মানে জানতে চাস
কবি হৃদয়ে ভালোবাসা হলো সেই বাসা যেখানে পরম আশ্রয়ে ঘুম।
ভালোবাসা মানে হলো স্পর্শ
প্রখর রৌদ্রে চাতকের বুকে তৃষ্ণা হলো ভালোবাসা।
ভালোবাসা মানে আকাশের খোঁজ
কোনো মুক্তি যেখানে মানুষ পরম সহৃদয়িক কল্পনায় মত্ত।
.
ভালোবাসা হলো একটা ওয়ান ওয়ে রোড
যার আসাযাওয়া শুধু আশ্রয়।
ভালোবাসা হলো শহরের বুকে দাঁড়িয়ে থাকা তাজমহল
যেখানে মৃত্যুকে ছোট মনে হয়।
ভালোবাসা মানে হলো অন্ধকারে পথ হাঁটা আলোর খোঁজ
যেখানে হাজার অন্ধকারেও জোনাকিরা আলো দেয়.
ভালোবাসা মানে হলো প্রত্যয়
যেখানে ছুঁয়ে থাকা ,ঘিরে থাকার আর ভালো রাখাটা বেশি মনে হয়।
ভালোবাসা মানে হলো শরীর
যেখানে পারদের ওঠানামা ,স্পর্শের ওম ,আদরের চুমু।
ভালোবাসা মানে হলো তোর খোলা বুক
যেখানে নিশিদিন একটা ধুকপুক একটা বাঁচার আনন্দ।
ভালোবাসা মানে জানতে চাস
কবি হৃদয়ে ভালোবাসা বৃষ্টির মাঝে ভিজতে চাওয়া একলা।
ভালোবাসা মানে হলো একলা দুপুরে পথ হাঁটা
সঙ্গে ছায়া মাখা তোর হাত আর স্বপ্ন।
ভালোবাসা মানে হলো অনেকটা আদর
......... ঋষি
=============================================
ভালোবাসা মানে জানতে চাস
কবি হৃদয়ে ভালোবাসা হলো সেই বাসা যেখানে পরম আশ্রয়ে ঘুম।
ভালোবাসা মানে হলো স্পর্শ
প্রখর রৌদ্রে চাতকের বুকে তৃষ্ণা হলো ভালোবাসা।
ভালোবাসা মানে আকাশের খোঁজ
কোনো মুক্তি যেখানে মানুষ পরম সহৃদয়িক কল্পনায় মত্ত।
.
ভালোবাসা হলো একটা ওয়ান ওয়ে রোড
যার আসাযাওয়া শুধু আশ্রয়।
ভালোবাসা হলো শহরের বুকে দাঁড়িয়ে থাকা তাজমহল
যেখানে মৃত্যুকে ছোট মনে হয়।
ভালোবাসা মানে হলো অন্ধকারে পথ হাঁটা আলোর খোঁজ
যেখানে হাজার অন্ধকারেও জোনাকিরা আলো দেয়.
ভালোবাসা মানে হলো প্রত্যয়
যেখানে ছুঁয়ে থাকা ,ঘিরে থাকার আর ভালো রাখাটা বেশি মনে হয়।
ভালোবাসা মানে হলো শরীর
যেখানে পারদের ওঠানামা ,স্পর্শের ওম ,আদরের চুমু।
ভালোবাসা মানে হলো তোর খোলা বুক
যেখানে নিশিদিন একটা ধুকপুক একটা বাঁচার আনন্দ।
ভালোবাসা মানে জানতে চাস
কবি হৃদয়ে ভালোবাসা বৃষ্টির মাঝে ভিজতে চাওয়া একলা।
ভালোবাসা মানে হলো একলা দুপুরে পথ হাঁটা
সঙ্গে ছায়া মাখা তোর হাত আর স্বপ্ন।
ভালোবাসা মানে হলো অনেকটা আদর
আর তুই একটা উপস্থিতি আমার হৃদয়ের ঘরে।
No comments:
Post a Comment