সময়ের চিৎকার
........... ঋষি
========================================
চিৎকার করছি
রক্ত উঠে আসা সম্পর্কের কাঠগড়ায় ঈশ্বর দাঁড়িয়ে।
সামনে হুগলি ব্রিজ
একটা সরু নদী গ্রীষ্মের শুকিয়ে যাওয়া ফুরিয়ে ঋতুবতী।
বৃষ্টি পড়ছে
আর সময়ের ক্যানভাসে আকাশের জলছবি মনে।
ওপারের বৃষ্টির খাইতে প্রেম ভাসছে
যোনাঙ্গ ছুঁয়ে গঙ্গার জল আরো বেশি সত্যি হয়ে যাচ্ছে।
আলো ফুরোচ্ছে
দূরে কারখানার ভোঁ এক মুঠো কালি আকাশে ছড়িয়ে জানান দিচ্ছে।
ব্যস্ত জীবন
একপাশে পরে থাকা অসংখ্য পুণ্যার্থী ডুব লাগাচ্ছে।
গভীরে কোথাও ঈশ্বরের কাঠগড়া
চিৎকার করছে নিজে ভিতর না খেতে পাওয়া সময়টা।
হাত জোড় করছে
বাঁচতে চাওয়া অলিখিত নিয়ম কানুন জেব্রা ক্রসিং শহরের।
জলে বেড়ে চলা জীবাণু
শহর আর মানুষ গুলিয়ে যাচ্ছে সূর্য ডোবায়।
চিৎকার করছি
জড়িয়ে ধরছি নিজের ভিতর তোমার মতো আমাকে।
তোমার ঠোঁটে জিভ ঘষে তুলে আনছি স্নেহ
মেঘ গুলো একফালি রামধনু এঁকে ঘরকন্না হৃদয়ের।
সিস্টেমটিকে জীবনের পাড়ে নৌকা ভিড়ছে
সব সম্পর্ক শুধু বিবেকের চিৎকার।
........... ঋষি
========================================
চিৎকার করছি
রক্ত উঠে আসা সম্পর্কের কাঠগড়ায় ঈশ্বর দাঁড়িয়ে।
সামনে হুগলি ব্রিজ
একটা সরু নদী গ্রীষ্মের শুকিয়ে যাওয়া ফুরিয়ে ঋতুবতী।
বৃষ্টি পড়ছে
আর সময়ের ক্যানভাসে আকাশের জলছবি মনে।
ওপারের বৃষ্টির খাইতে প্রেম ভাসছে
যোনাঙ্গ ছুঁয়ে গঙ্গার জল আরো বেশি সত্যি হয়ে যাচ্ছে।
আলো ফুরোচ্ছে
দূরে কারখানার ভোঁ এক মুঠো কালি আকাশে ছড়িয়ে জানান দিচ্ছে।
ব্যস্ত জীবন
একপাশে পরে থাকা অসংখ্য পুণ্যার্থী ডুব লাগাচ্ছে।
গভীরে কোথাও ঈশ্বরের কাঠগড়া
চিৎকার করছে নিজে ভিতর না খেতে পাওয়া সময়টা।
হাত জোড় করছে
বাঁচতে চাওয়া অলিখিত নিয়ম কানুন জেব্রা ক্রসিং শহরের।
জলে বেড়ে চলা জীবাণু
শহর আর মানুষ গুলিয়ে যাচ্ছে সূর্য ডোবায়।
চিৎকার করছি
জড়িয়ে ধরছি নিজের ভিতর তোমার মতো আমাকে।
তোমার ঠোঁটে জিভ ঘষে তুলে আনছি স্নেহ
মেঘ গুলো একফালি রামধনু এঁকে ঘরকন্না হৃদয়ের।
সিস্টেমটিকে জীবনের পাড়ে নৌকা ভিড়ছে
সব সম্পর্ক শুধু বিবেকের চিৎকার।
No comments:
Post a Comment