Monday, July 24, 2017

How many days?


How many days? The history of the people of shame and civilization is afraid of the future of any Sanatana .......
.


বৃষ্টি ভেজা দিন
সাড়ে তিন বছর আমাদের স্পর্শ করলো না।
বৃষ্টি পড়ছে কোনো নিয়ম না মেনে
সেই বৃষ্টির ফোঁটাগুলো সুঁচের মতো করে আমাদের শরীরে বিঁধে গেলো না।
এখন তো বৃষ্টি মাস যথারীতি
সেই মেয়েটার কথা আজ শুধু খবর আর খবরের পাতা।
.
নিয়ম বোধ
গড়িয়ে নাম সভ্যতায় পুরুলিয়া বলে ছোট্ট একটা অঞ্চল।
ছোট্ট একটা একরত্তি মেয়ে
যৌন বিকৃতি।
সারা শরীর জুড়ে অমানবিক তান্ডব এই নির্যাতন আর নির্যাতিতের  তফাৎ
সনাতন।
আমাদের সমাজ জুড়ে এই সময়ের  সনাতনদের ভিড়
মানুষের মাঝখানে বাঁচে ,ঠিক মানুষের মতো দেখতে ,মানুষরুপী।
এই খবর একবার না বারংবার
নানান আদলে সভ্যতার নগ্ন শরীরে আজ আতংক।
শৈশব গোঙরানো কন্যা ভ্রুন ,,নারী ,বৃদ্ধা ,, শুধুই যোনি
আর কিছু না  ?
কি পরিচয় ,কি উত্তর ,শুধু কিছুটা সমব্যাথী মানুষ
কিন্তু বেড়ে যাওয়া সনাতনদের ভিড়ে আমার তোমার মা বোন শুধু
" যোনি "।
প্রশ্ন চিৎকার করছে মানুষের অব্যক্ত গচ্ছিত সহ্যসীমায়
তার পর বন্যা।
.
বৃষ্টি ভেজা দিন
অঝোরে ঝরছে প্রকৃতি নিজের মতো মাটি ভেজানোর প্রচেষ্টা।
সৎকারের অপেক্ষায় সেই সাড়ে তিন বছরের মেয়ে
দিন গুনছে সভ্যতার আগুনে পুড়তে থাকা মানুষের মনুষত্ব ।
কিন্তু কত দিন এইভাবে ?
আগামী কোনো সনাতনের ভয়ে লজ্জিত মানুষ ও সভ্যতার ইতিহাস।
.
... ঋষি
###################################################



No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...