Friday, July 28, 2017

সম্পর্ক

সম্পর্ক
.................. ঋষি
=============================================
কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না
কিছু সম্পর্ক সাথে থেকেও শুরু হয় না।
শুধু ভাবনারা ভাসতে থাকে
সম্পর্কের ফাঁকে লেগে থাকা সুক্ষ অভিমান ,অব্যক্ত যন্ত্রনা।
দূরে থেকেও কাঁদতে থাকে
..................................... কিংবা হাসতে।

কিছু সম্পর্ক মানুষকে দেবদাস করে দেয়
কিছু সম্পর্ক মীরার মতো একলা থেকে যায়।
কিছু সম্পর্ক মায়ের মতো না ফোঁড়ানো হয়
কিছু সম্পর্ক পিতার মতো সাবধানী হয়।
সম্পর্কের সুক্ষ তারটা কোথাও বিনাসুরে  বাজে
কোথাও বা সুরের মূর্ছনায় নিজেকে বড় একলা  লাগে।
সম্পর্কের আদিম কারবারে মানুষ সম্পর্ক গড়ে
আবার অদ্ভুত নিয়ম মানুষের মানুষ সম্পর্ক ভাঙে।
কিছু সম্পর্ক সাথে থেকেও পাশে থাকে না
কিছু সম্পৰ্ক পাশে থেকেও সাথে।
কিছু সম্পর্ক ঘুড়ির মতো আকাশের ওড়ে
কিছু সম্পর্ক কোনো নাম ছাড়াই আঁকড়ে মরে।


এ এক অদ্ভুত সংমিশ্রণ মানুষের হৃদয়ের
শুধু মানুষ সম্পর্কের খোঁজ ,,,একলা না থাকার কারণ।
শুধু হৃদয়ে আঁকড়ে বাঁচে
সম্পর্কের ফাঁকে লেগে থাকা বালিশ দূরত্ব অন্ধকার হাতছানি।
মানুষ কাঁদতে থাকে হাসি মুখে
...........................................তবুও সম্পর্কে বাঁচে। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...