Sunday, July 2, 2017

মেয়েটা বাজে ছিল (৩)

মেয়েটা বাজে ছিল (৩)
.............. ঋষি
============================================================
খবর কাগজে এক সপ্তাহ আগের  ফ্রণ্ট লাইন নিউজ
কোনো অজ গাঁয়ের এক বিধবার বিষ খেয়ে আত্মহত্যা।
পুলিশের কেস ফাইল ,আদালত চত্বরে আজ ধুন্ধুবার ভিড়
উৎসুক জনতার জানার বিষয় মেয়েটা অন্তসত্বা ছিল।
মেয়েটির শ্বশুরবাড়ির লোক দাবি করছে তারা নির্দোষ
মেয়েটা বাজে ছিল।
আবার সেই প্রশ্ন আকাশে বাতাসে আজ বেশ একটা মজাদার রসালো খবর
কারণ মেয়েরা তো রসের আঁধার সমাজের কাছে।

শ্বশুর বাড়ির লোক সহ বিবাদী পক্ষের উকিল
খুব সহজে মেয়েটাকে খারাপ দাবি করছে।
জজ সাহেব খুব গভীরে গিয়ে বোঝবার চেষ্টা করছেন
মেয়েটা কতটা খারাপ ছিল।
আজ কেস ফয়সালা হলো ,খবর কাগজওয়ালাদের প্রচুর কাগজ  বিক্রি হলো
একজন আজ গাঁয়ের বিধবার  অবৈধ প্রণয়।
খুব সহজে এই সমাজ মেয়েটার অস্তিত্বের উপর কালো রং ঢেলে ভুলতে চেষ্টা করলো
মেয়েটা সত্যি খারাপ ছিল।
কিন্তু কেউ জানতে পারলো না দিনের দিনের পর দিন মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে
ধর্ষণ করেছে সন্মানীয় শ্বশুর ,ভাইয়ের মতো দেওর।
মেয়েটা চুপ ছিল ,কারণ লজ্জা শুধু মেয়েদের হয়
মেয়েটা চুপ ছিল ,কারণ এই সমাজে খারাপ শুধু মেয়েরা হয়।
কিন্তু পাপ চাপা রাখা গেলো না
মেয়েটা তার শ্বাশুড়ীকে জানালো  সে অন্তসত্বা এবং তার সন্তানের সামাজিক পিতার নাম।
মেয়েটা জানতো না এই সমাজে অধিকার শুধু পুরুষের
অতঃপর গল্পটা সকলের জেনেও অজানা।

খবরের পাতায় আজ জবরদস্ত খবর
অফিসের বাবুরা বেশ রসিয়ে আলোচনা করছেন বিধবা মেয়েটির কথা।
পুলিশের কাজ শেষ ,আদালত চত্বরে ভিড় হয়তো থাকলো
কিন্তু উৎসুক জনতার আবার অপেক্ষার পালা এমন একটা খবরের।
মেয়েটার শ্বশুর বাড়ির লোকজন আজ খুব দুঃখিত
কারণ সকলেই আসে পাশে আফসোস করছে ইশ মেয়েটা বাজে ছিল।
কিন্তু একটা প্রশ্ন এখনো বিধবা মেয়েটির চিৎকার হয়ে আকাশে বাতাসে ঘুরছে
আপনারা শুনতে পারছে ,প্লিস আমাকে মারবেন না ,আমি  নির্দোষ।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...