Wednesday, July 12, 2017

ভালোবাসি (২)

ভালোবাসি (২)
......... ঋষি
==============================================
তোমার ঠোঁট ছুঁয়ে দিব্যি করে বলি
ভালোবাসি।
তোমার হাসির সাথে একলা থেকে বলি
ভালোবাসি।
তুমি থাকলে এই সময়ের সব অন্ধকারকে আলো করে বলি
ভালোবাসি।


তোমার বুকে গন্ধে গড়িয়ে নামা ঘামে
কেমন একটা মনখারাপ আমি জানি ,,তুমি ভালোবাসো তাই।
তোমার সময়ে ফেলে আসা সন্ধ্যায়
কেমন একটা চাপা ভাব ,বৃষ্টি আসছে ,,তুমি ভালোবাসো তাই।
তোমার বিকেলে চানের পর ,খোলা চুল ,বেলফুলের গন্ধ
আমি পাচ্ছি ,,,কারণ তুমি আছো তাই
তোমার প্রতিটা লোমকূপ ছুঁয়ে ইঞ্চিতে ইঞ্চিতে তোমাকে দেখা পাগলামি
হঠাৎ দুর্যোগ ,,তুমি বৃষ্টি ,,,শুধু তুমি আছো তাই
তোমার নাভির খাদে জিভ ছুঁয়ে বলা ,,আচ্ছা সময় ,,,এও কি সম্ভব
তুমি হাসছো জানি ,,,,তুমি ভালোবাসো তাই
তোমার ঠোঁটে নোনতায় রাখা নকল করা রাগ ,,,কিছুটা অহংকার সব জানি
আমি কবিতা লিখি,,,কারণ ,,, তুমি ভালোবাসো তাই

তোমার চোখে ছুঁয়ে চুমু খেয়ে বলি
ভালোবাসি।
তোমার সময়ের দুর্যোগে লেখা প্রতিটা আয়নার অনভূতি
ভালোবাসি।
সর্বোপরি আমি জানি তোমার এই কপট অভিমান ,লুকোনো স্রোত কারণ
ভালোবাসি।  

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...