Tuesday, June 10, 2014

rishi026@gmail.com

জাগো সভ্যতা জাগো
........... ঋষি

কলমের মুখে অ, আ ,ই ,ঈ কত আলো আমাদের
সকাল থেকে রাত্রি সাদা কাগজের উপর কয়েকশো দিনলিপি।
একটু পিছিয়ে যায় অন্ধকারের দিকে
একটু পিছনে নিজেদের দিকে।
কি হলো ? সভ্যতা কাঁদছে প্রায় আশি শতাংশ।
কেন কাঁদছে ,
,,,আলো চাইছে শিক্ষা।
অধিকার চাইছে  ,,,,,,,  অন্ধত্ব মোচনের কুসংস্কার
আরেকটু এগিয়ে যাওয়া গতির পথে পথ খুঁজছে।
খুঁজছে প্রদিনকার দলিত জীবনের অধিকার
মানুষ ,,,সভ্যতা ,,, আর সৃষ্টির অপবাদ।

চোখ খোলো সভ্যতা ,,চোখ খোলো মানুষ
হিন্দু ,মুসলিম ,খ্রিস্টান ধর্মের অধিকার মনুষত্ব।
ধর্মকে কর্ম করো ,,, দেও সভ্যতাকে নতুন বার্তা।
এগিয়ে চলা হাতের সাথে হাত
তারজন্য
না মানা যাবে না মানচিত্রের বিভেদ।
মানা যাবে না ধর্মের বিভেদ
মানা যাবে মানুষের বিভেদ।
গোলকের জন্য বর্তমান ৭১০ কোটি  দুপেয়ের মাঝে
মানা যাবে না অশিক্ষা ,কুসংস্কার আর আলোর তফাৎ।
মানা যাবে না বাল্যবিবাহ,ধর্ষণ আর জন্মের অপমান।





No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...