Tuesday, June 3, 2014

কু ঝিক ঝিক

কু ঝিক ঝিক
................ ঋষি

গাছে ফুল থেকে হাসি ঝরে পরুক
রৌদ্র মুখে দাঁড়িয়ে থাকা আলো।
চলে যাচ্ছে একটু দুরে
কু ঝিক ঝিক আমার ভালোবাসার ট্রেন।
ট্রেনের জানলায় আটকে আছে চোখ
একটা অদ্ভুত প্রেমাতুর চোখ।
কাছে আয় ,কাছে আয়
ঢুকে যা কাঁচের আয়না ভেঙ্গে নিঃশ্বাসে বিশ্বাস।
আর একটু যন্ত্রণার হোক বেঁচে থাকা দূরত্ব।

ট্রেন লাইনের পাশের পাতে পাতা একটা শব্দ
উল্টোদিকে চলতে থাকে সময় পিছনের পাতায়।
রৌদ্র,বৃষ্টি ,মেঘ আর তুই ,আমি ,সময়
একই ট্রেনে চেপে ভালোবাসার স্টেসনে।
যেখানে দুরত্ব বাড়বে দুর্বলতার
শরীর ছুঁয়ে হৃদয় গলে পরার লোভ।
পৃথিবীর গায়ে দাগ টানবে
অন্য ভাষা ,,সে যে প্রেমের ভাষা
মহত্ব,মানবতা ,শান্তির উপরে অন্য পৃথিবী।

গাছে গাছে জড়িয়ে যাওয়া বৃষ্টির জল
টুপ করে মাটির উপর।
অনেক গভীরে ,অনেক গভীরে নোনা জল
নোনতা স্বাদ রক্তের।
কষ্ট হচ্ছে তুই জানিস ভালো হৃদয়ের ভালোবাসা
কু ঝিক ঝিক আমার ভালোবাসার ট্রেন।
শহর ছেড়ে অন্য শহরে
চলে  যাচ্ছে অনেক দুরে ট্রেনের বগিতে তুই একলা
আমার মতন তোর ছেড়ে যাওয়া স্টেসনে। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...