Wednesday, June 18, 2014

rishi026@gmail.com

বৃষ্টির জলে
............. ঋষি

আজ আকাশ জুড়ে মেঘ
দু এক ফোঁটা বৃষ্টির স্বরলিপি আমার গায়ে।
এইমাত্র নেমে এলো শব্দে
ফিসফিসে যন্ত্রণা দুরে গির্জার পায়ে।
সবটুকু মেনে নিয়েছি
সবটুকু ,,,রক্তক্ষরণ যিশুর শরীরে
আর প্রেম সেতো সবার গভীরে।

কিন্তু বৃষ্টি সুন্দর তরল নোনা জল
আর প্রেম ঘুমন্ত সভ্যতার লুকোনো আঁচল।
জড়িয়ে ধরে আবছা লেগে হৃদয়ের গায়ে
কিছু ফেলে আসা মুহুর্তের ,,,নোনতা জল।
ছিটে তোমার ঠোঁটে।
আর তুমি আমার একসমুদ্র প্রেম
আমার স্বপ্নের স্পর্শ ,,,ছুঁতে চাই।


ছুঁতে চাই তোমার ভাস্কর্যের অন্তরে
তোমার গভীরে ,,,,,আদিম সভ্যতা।
আমি বৃষ্টি নদী বয়ে যায়
চোখের কাজলে লেগে থাকা মোচড়ানো দাগ।
কেটে যায় ,চলে যায় সময়
এই অবেলায় তোমায় ছুঁয়ে
শুধু তোমাকে পেতে চাই ,,বৃষ্টির জলে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...