Wednesday, June 25, 2014

rishi026@gmail.com

পথ চলা  
............. ঋষি

মাথার ভিতরে অব্দের ভিড় 
শতকের পর শতক পরে থাকে ফুটপাথে। 
এগিয়ে যাওয়া সময়ের হাত ধরে 
কিছুটা নির্লিপ্ত অগ্নুপাত হৃদয় দহনে। 
আজ ,কাল ,পরশুর গল্প নয় 
এ জীবনে পথ চলা অল্প নয়। 
সবটাই ক্ষনিকের 
নিশ্চিন্ত এক আগন্তুকের দৃষ্টি। 

গড়িয়ে পরা শতকের কালিমায় 
আরো বাস্তবায়িত হোক সভ্যতার রং। 
নীল ,সবুজ ,লাল পতাকার পিছনে 
হিংস্র শহরের ফুটপাথে। 
তোমার আমার রোজকার কথা 
আরেকটু কালিমা হোক। 
রোজকার দহনে ক্ষনিকের 
আরেকটু এগিয়ে যাওয়া ধংসের পথে। 

আমি সময়ের কথা বলছি 
হাতের ফাঁকে থাকা গলে যাওয়া সময়। 
নিজের কপালে ফাঁকা কলসি 
আমি বলছি জীবনের হারাবার কথা। 
আসলে হেরে যাওয়া আর হারানোর তফাত্টা
বুত্পত্তির দিক থেকে ভীষণ সরল। 
কিন্তু হৃদয়ের কাঁচে চির 
অব্দ মাথার ভিতর মাড়িয়ে চলা অসময়ের । 



No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...